shono
Advertisement

হুগলিতেই লকেট, কাঁথিতে সৌমেন্দু, বাংলার ২০ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, নাম নেই দিলীপের

বিনা যুদ্ধে বেশ কিছু আসন তৃণমূলকে জিতিয়ে দেওয়ার জন্য বিজেপিকে ধন্যবাদ, এক্স হ্যান্ডেলে বলছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য।
Posted: 06:55 PM Mar 02, 2024Updated: 08:11 PM Mar 02, 2024

নন্দিতা রায়, নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) দিন ঘোষণার আগেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি। এর মধ্যে রয়েছেন বাংলার ২০ প্রার্থীও। এক নজরে প্রার্থী তালিকা। 

Advertisement

প্রথম দফার তালিকায় নাম রয়েছে  বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। নাম রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর। কিন্তু নাম নেই রাজ্য বিজেপির ‘অন্যতম সফল’ মুখ দিলীপ ঘোষের। তাহলে কি এবারের লোকসভায় তাঁর টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হল? এবার কি নির্বাচনী লড়াইয়ে দেখা যাবে না মেদিনীপুরের সাংসদকে? 

[আরও পড়ুন: মোদি বারাণসীতেই, ভোট ঘোষণার আগেই ১৯৫ আসনের প্রার্থীতালিকা প্রকাশ বিজেপির]

এক ঝলকে দেখে নিন বিজেপির প্রার্থী তালিকা।  

  • কোচবিহার: নিশীথ প্রামানিক
  • আলিপুরদুয়ার: মনোজ টিগ্গা
  • বালুরঘাট: সুকান্ত মজুমদার
  • মালদহ উত্তর: খগেন মুর্মু
  • মালদহ দক্ষিণ: শ্রীরূপা মিত্র চৌধুরী
  • বহরমপুর: ডা,. নির্মল কুমার সাহা
  • মুর্শিদাবাদ: গৌরীশংকর ঘোষ
  • রানাঘাট: জগন্নাথ সরকার
  • বনগাঁ:  শান্তনু ঠাকুর
  • জয়নগর: অশোক কান্ডারী
  • যাদবপুর: অনির্বাণ গঙ্গোপাধ্যায়
  • হাওড়া: রথীন চক্রবর্তী
  • হুগলি: লকেট চট্টোপাধ্যায়
  • কাঁথি: সৌমেন্দু অধিকারী
  • ঘাটাল: হিরন্ময় চট্টোপাধ্যায়
  • পুরুলিয়া: জ্যোর্তিময় সিং মাহাতো
  • বাঁকুড়া: সুভাষ সরকার
  • বিষ্ণুপুর: সৌমিত্র খাঁ
  • আসানসোল: পবন সিং
  • বোলপুর: প্রিয়া সাহা

[আরও পড়ুন: যার জন্ম হয়নি তারও জব কার্ড! ১০০ দিনের কাজে ‘তোলাবাজ’ তৃণমূলকে তোপ মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার