shono
Advertisement

জয়ের রেকর্ডে একাসনে মোদি-বুদ্ধরা! তবুও অটুটই থাকছে বামেদের নজির

১৯৯৫ সালে প্রথমবার গুজরাটে ক্ষমতায় আসে বিজেপি।
Posted: 07:10 PM Dec 08, 2022Updated: 07:10 PM Dec 08, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো সব রেকর্ড, এমনকী মোদির রেকর্ড ভেঙে গুজরাটে (Gujarat Assembly Election 2022) তরতরিয়ে ছুটল বিজেপির জয়রথ। সপ্তমবারের জন্য সে রাজ্যে ক্ষমতায় ফিরছে ‘ডবল ইঞ্জিন’ সরকার। টানা সাতবার ক্ষমতা ধরে রেখে নজির গড়ল গেরুয়া শিবির (BJP)। তবে একক ভাবে নয়। একই কৃতিত্ব রয়েছে সিপিএমের (CPM) নেতৃত্বাধীন বামফ্রন্টেরও। তারাও পরপর সাতবার মসনদে বসার রেকর্ড গড়ে রেখেছে। যদিও শাসনকালের সময়সীমা অনুযায়ী, বিজেপি কিন্তু এখনও পিছনেই রইল।

Advertisement

১৯৯৫ সালে প্রথমবার ১২১টি আসনে জয়লাভ করে গুজরাটে ক্ষমতায় আসে বিজেপি। সেই শুরু। তারপর থেকে তারাই ক্ষমতায় থেকেছে। যদিও মাঝের দেড় বছর মসনদে ছিল না গেরুয়া শিবির। ১৯৯৬ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ১৯৯৮ সালের ৪ মার্চ সময়কালকে তাই এই হিসেবের বাইরে রাখতে হবে। যদি আগেই কোনও রকম বিপত্তি না হয় পরবর্তী নির্বাচন পর্যন্ত বিজেপিই ক্ষমতায় থাকবে। সেই হিসেবে সব মিলিয়ে ৩২ বছর ধরেই তারা ক্ষমতায় থাকবে। এর থেকে ওই দেড় বছর সরিয়ে দিলে সঠিক হিসেবটা হবে ৩০ বছরের সামান্য বেশি সময়।

[আরও পড়ুন: স্কুটারে চেপে নির্দল প্রার্থী খুঁজতে বেরোলেন শাহ! হিমাচলে বিজেপির হারে নেটদুনিয়ায় মিমের বন্যা]

অন্যদিকে ১৯৭৭ থেকে ২০১১- ৩৪ বছর নিরবিচ্ছিন্ন ভাবে বাংলায় ছিল সিপিএমের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার। সেই হিসেবে পরপর ৭ বার জিতে যতই নজির গড়ুক বিজেপি, ভারতের কোনও রাজ্যে একটানা ক্ষমতায় থাকার রেকর্ড থেকে যাবে বামফ্রন্টেরই হাতে। ২০২৭ সালের নির্বাচনে বিজেপি জিতলে তখন অবশ্য নয়া কীর্তি তৈরি হবে।

এদিকে এবার মোদি-শাহ জুটি এবার ভোটে ভেঙেছে পুরনো সব রেকর্ড। এর আগে মাত্র একবারই গুজরাটে এত আসনে জয় পেয়েছিল কোনও রাজনৈতিক দল। সেটা ছিল কংগ্রেস। ১৯৮৫ সালে মাধব সিংহ সোলাঙ্কির নেতৃত্বে গুজরাটে কংগ্রেস পেয়েছিল ১৪৯টি আসন। সেটাই সর্বোচ্চ। এবার দেড়শোর বেশি আসনে জিতবে তারা।

[আরও পড়ুন: ভোটকাটুয়া AAP, AIMIM! গুজরাটের মুসলিম অধ্যুষিত আসনগুলিতেও খারাপ ফল কংগ্রেসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement