সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্দেশখালি ইস্যুতে রাজ্যের উপর চাপ বাড়াতে গিয়ে পালটা চাপে বিজেপি। খলিস্তানি বিতর্কে গোটা দেশ থেকেই চাপ আসছে গেরুয়া শিবিরের উপর। এমনকী দলের অন্দরেও চাপে শুভেন্দু অধিকারী-অগ্নিমিত্রা পলরা।
শিখ আইপিএস আধিকারিককে ‘খলিস্তানি’ কটাক্ষের বিরোধিতায় গর্জে উঠেছে গোটা দেশ। মঙ্গলবার বিকাল থেকেই মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির (BJP) দপ্তরের বাইরে বিক্ষোভ দেখান শিখ সম্প্রদায়ের বহু মানুষ। বুধবারও সেই একই ধরনের বিক্ষোভ চলছে। তাঁদের দাবি, যে পুলিশ আধিকারিকের উদ্দেশে ‘খলিস্তানি’ মন্তব্য করা হয়েছে, তাঁকে তো বটেই গোটা শিখ সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah)। আসরে নেমেছে কংগ্রেস এবং আপের মতো বিরোধী দলও। টুইট করে ঘটনার নিন্দা করেছেন রাহুল গান্ধী, ভগবন্ত মানরা।
[আরও পড়ুন: মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন! কত মাসের অন্তঃসত্ত্বা রণবীর ঘরনি?]
এসবের মধ্যে দলের অন্দরেও চাপ বাড়ছে শুভেন্দু অধিকারীদের (Suvendu Adhikari) উপর। মঙ্গলবার রাতেই বিজেপির সর্বভারতীয় নেতা মনজিন্দর সিং সিরসা ফোন করেন শুভেন্দুকে। ঘটনার পূর্ণ বিবরণ শোনেন বিরোধী দলনেতার কাছ থেকে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাইছেন রাজ্যে বিজেপির সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াও। খলিস্তান বিতর্ক নিয়ে মুখ খুলতে হয়েছে কেন্দ্রীয় বিজেপিকেও। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এ নিয়ে বলেন, “এটা যেই বলে থাকুন, অন্যায় করেছেন। তবে রাজ্য বিজেপি জানিয়ে দিয়েছে, দলের নেতারা কেউ ওই মন্তব্য করেননি।’’
[আরও পড়ুন: ইউক্রেনকে ৫১ ডলার আর্থিক সাহায্য! রাশিয়ায় গ্রেপ্তার আমেরিকান নৃত্যশিল্পী]
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বার বার দাবি করেছেন তিনি বা তাঁর দলের ‘খলিস্তানি’ কটাক্ষ করেননি। বিজেপি বিধায়কের সেই দাবি নস্যাৎ করে পুলিশ আধিকারিক জসপ্রীত সিং সাফ জানিয়েছেন, শুভেন্দুই তাঁকে খলিস্তানি বলে কটাক্ষ করেছেন। ইনটালিজেন্সের আধিকারিকের সেই সাক্ষাৎকারের ভিডিও সোশাল নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।