shono
Advertisement

Breaking News

‘বিজেপি মানেই অপরাধীদের ডেরা’, ‘জন কি বাত’-এ ঝাঁজাল আক্রমণ তৃণমূলের

বুধবার 'জন কি বাত'এর দ্বিতীয় পর্বে বিজেপিকে ক্রিমিনালদের ঘাঁটি বলে তথ্য দিয়ে আক্রমণ করা হয়েছে জোড়াফুলের তরফে।
Posted: 02:16 PM Jan 18, 2024Updated: 02:16 PM Jan 18, 2024

কৃষ্ণকুমার দাস: লোকসভা ভোটকে (Lokhsabha Election 2023) পাখির চোখ করে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’-এর পালটা ‘জন কি বাত’ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। বিশেষ এই প্রচার অভিযানের প্রথম পর্বে দেশজুড়ে বেকারত্ব বৃদ্ধি নিয়ে আক্রমণ করা হয়েছিল বিজেপি সরকারকে। আর বুধবার দ্বিতীয় পর্বে বিজেপিকে ক্রিমিনালদের ঘাঁটি বলে তথ‌্য দিয়ে আক্রমণ করা হয়েছে জোড়াফুলের তরফে।

Advertisement

তৃণমূলের এক্স হ্যান্ডেল থেকে ‘জন কি বাত’-এর দ্বিতীয় পর্ব পোস্ট করা হয়েছে। বলা হয়েছে, ‘‘দেশের ১৩৪ জন বিজেপি সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে নারীঘটিত অপরাধের জন‌্য আদালতে চার্জশিট জমা পড়েছে। এর মধ্যে বেশ কয়েকজন নারী ধর্ষণ, শারীরিক অত‌্যাচার ও যৌন নির্যাতনের মতো ঘটনা রয়েছে। প্রধানমন্ত্রী মোদি ২০১৪ সালে ‘আচ্ছে দিন’ নিয়ে আসার যে শপথ নিয়েছিলেন তা পুরোপুরি ধাপ্পা ছিল।”

[আরও পড়ুন: ‘রামমন্দির বিধির লিখন, আমি সারথী মাত্র’, বলছেন আগে ডাক না পাওয়া আডবাণী]

শুধু তাই নয়, আরও বলা হয়েছে, “গত দশ বছরে তা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে নারী নির্যাতনে ও নানা অপরাধের শীর্ষে বিজেপি শাসিত রাজ‌্যগুলি।’’ লোকসভা ভোটের প্রচারে এবারে যে ‘বিজেপি মানেই অপরাধীদের স্বর্গ’ বলে তৃণমূল কংগ্রেস ব‌্যপক প্রচারে নামছে তা স্পষ্ট।

 

[আরও পড়ুন: ১৬ ছক্কায় ফিন অ্যালেনের বিশ্বরেকর্ড, কিউয়ি ঝড়ে উড়ে গেল পাকিস্তান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement