সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি শাসিত হরিয়ানায় মুখ্যমন্ত্রীর নাম নায়েব সিং সাইনি। এক মাস পরেই ভোট। বদলাবে কি গেরুয়া দলের হালচালচিত্র? বদলাক বা না বদলাক দলের কাছে মুখ্যমন্ত্রিত্বের দাবি তুলে রাখলেন অনিল ভিজ। নিজেই জানালেন, বিজেপি যদি আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে জয়ী হয়, তবে প্রবীণতম নেতা হিসেবে আমারই মুখ্যমন্ত্রীর পদ পাওয়া উচিত।
যদিও হরিয়ানা বিজেপি ইতিমধ্যে বর্তমান মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনিকেই আসন্ন নির্বাচনের মুখ ঘোষণা করেছে। এর পরেও ছয়বারের বিধায়ক অনিল ভিজ রবিবার সাংবাদিকদের বলেন, “আমি আজ পর্যন্ত দলের কাছে কিছু চাইনি...কিন্তু এবার প্রবীণ নেতা হিসেবে মুখ্যমন্ত্রী পদের দাবি করছি। হরিয়ানার সাধারণ মানুষ, আম্বালার জনতা আমার কাছে আসছেন এবং জানতে চাইছেন, কেন রাজ্যের প্রবীণতম নেতা হিসেবে মুখ্যমন্ত্রী হব না আমি। মানুষের দাবিতে, প্রবীণ নেতা হিসেবে এবার মুখ্যমন্ত্রী পদের দাবি করছি।" অনিল আরও বলেন, "দল আমাকে হরিয়ানার মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিলে রাজ্যের চেহারা এবং ভবিষ্যত বদলে দেব।"
উল্লেখ্য, নায়েব সিং সাইনি মন্ত্রিসভায় জায়গা হয়নি অনিল ভিজের। তবে গেরুয়া শিবির গত ১১ সেপ্টেম্বর আম্বালার প্রার্থী ঘোষণা করেছে প্রবীণ নেতাকে। ইতিমধ্যে মনোনয়নও জমা দিয়েছেন তিনি। যদিও দল মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সাইনির নাম ঘোষণার পর ভিজের এমন বক্তব্যে অস্বস্তিতে পড়েছে দল। বিরোধীদের কটাক্ষ, ভোটের আগেই বিজেপি নেতাদের কুর্সির লোভ প্রকাশ্যে। ৫ অক্টোবর হরিয়ানায় বিধানসভা ভোট। নির্বাচনের ফল ঘোষিত হবে ৮ অক্টোবর।