অর্ক দে, বর্ধমান: বেআইনি অস্ত্র পাচারের অভিযোগে গ্রেপ্তার হলেন বিজেপি নেতা। বেআইনি অস্ত্র সমেত তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকায়। ধৃতের নাম গঙ্গাধর কর্মকার (৫২)। পুলিশ ধৃতের কাছ থেকে একটি লাইসেন্সবিহীন দেশি ৭ এমএম পিস্তল এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
গতকাল রাতে ওই ব্যক্তি জাতীয় সড়কের উপর অপেক্ষা করছিলেন। তাঁকে দেখে পুলিশের সন্দেহ হয়। ওই ব্যক্তিকে পাকড়াও করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে ওই বেআইনি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির বাড়ি গলসি থানার অন্তর্গত সিমনোরি গ্রামে। বিহারের মুঙ্গেরের এক অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র কিনেছিলেন তিনি। এরপর রাতে জাতীয় সড়কের পাশে ভোলে বাবা হিন্দু হোটেলের কাছে কানাইডাঙা এলাকায় অস্ত্রটি হাতবদল করার জন্য অপেক্ষা করছিলেন। অস্ত্র উদ্ধারের পরই তাঁকে গ্রেপ্তার করা হয়। বেআইনি অস্ত্র ও গুলি বাজেয়াপ্ত করা হয়েছে।
এদিকে ধৃতের পরিচয় সামনে আসতেই রাজনৈতিক আলোড়ন ছড়িয়েছে জেলাজুড়ে। ধৃত ব্যক্তি এলাকায় বিজেপি নেতা হিসেবে পরিচিত। জানা গিয়েছে, গঙ্গাধর কর্মকার ২০১৯ সালে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন। ২০২১ বিধানসভা নির্বাচনেও দলের হয়ে কাজ করেছেন। দলীয় কর্মসূচিতে তিনি থাকতেন বলে স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে। বালির ব্যবসার সঙ্গেও তিনি জড়িত ছিলেন। যদিও পরবর্তীকালে তিনি আর্থিক লোকসানের মুখে পড়েন। নানান অসামাজিক কাজকর্মে লিপ্ত হন।
খোদ বিজেপি নেতা বেআইনি আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ গ্রেপ্তার হয়েছেন। এই ঘটনায় তীব্র আলোড়ন ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে। আজ মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হয়। ধৃতকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।