shono
Advertisement

‘সন্ত্রাসবাদীদের জন্য মিছিল করছেন, আপনি ওপারে চলে যান’, মমতাকে কটাক্ষ দিলীপের

রবিবার চাঁদপাড়ায় অভিনন্দন যাত্রায় যোগ দেন দিলীপ ঘোষ। The post ‘সন্ত্রাসবাদীদের জন্য মিছিল করছেন, আপনি ওপারে চলে যান’, মমতাকে কটাক্ষ দিলীপের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:37 PM Dec 29, 2019Updated: 08:53 PM Dec 29, 2019

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ফের বেলাগাম দিলীপ। রবিবার বনগাঁর অভিনন্দন যাত্রা থেকে মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। রাহুল সিনহার পথে হেঁটে মুখ্যমন্ত্রীকে বাংলাদেশে যাওয়ার নিদান দিলেন তিনি। দিলীপ ঘোষ বলেন, ‘যাঁরা দেশে সন্ত্রাস ছড়াচ্ছে, তাদের জন্য দিদি আপনি মিছিল করছেন। তাহলে আপনি ওপারে চলে যান।’ বিজেপি সাংসদের এই মন্তব্যকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

Advertisement

রবিবার উত্তর ২৪ পরগনার চাঁদপাড়ায় অভিনন্দন যাত্রার আয়োজন করে বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন, অরুণ সিং, বিধায়ক দুলাল বর, বিশ্বজিৎ দাস-সহ অন্যান্য নেতা ও বিজেপির কর্মী-সমর্থকরা। প্রথমে বকচরা মাঠ পর্যন্ত একটি মিছিলে পা মেলান বিজেপির নেতা-কর্মীরা। এরপর চাঁদপাড়া দেবীপুর প্রাথমিক স্কুলের মাঠে সভা করেন বিজেপি নেতৃত্ব। সেই সভা থেকে কড়া ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন দিলীপ ঘোষ। বলেন, ‘রাজ্যে যারা সরকারি সম্পত্তি ধ্বংস করছে, দিদিমণির সরকার তাদের সুরক্ষা দিচ্ছে। পুলিশ একটা লাঠিও চালায়নি। মিরাটে যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে, পুলিশ তাদের গুলি করে মেরেছে। ওখানে এখন লাশ গোনা হচ্ছে।’

দিলীপ ঘোষ আরও বলেন, ‘খাগড়াগড়ে কারা সন্ত্রাস ছড়িয়েছে আপনারা জানেন। রানিগঞ্জে কারা সন্ত্রাস ছড়িয়েছে তাও জানেন। যারা দেশে সন্ত্রাসবাদী কাজ করছে দিদিমণি তাদের হয়ে মিছিল করছেন। দিদিমণিকে বলছি, আপনাদের যখন সন্ত্রাসবাদীদের জন্য অত দরদ, তাহলে আপনি ওপারে চলে যান।’ দিলীপ ঘোষের এই মন্তব্যকে কেন্দ্র করেই দানা বেঁধেছে বিতর্ক।

[আরও পড়ুন: জল সমস্যার এখনও সমাধান নেই কেন? খরাপ্রবণ পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠকে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী]

প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হওয়ার পর CAA’র বিরোধিতায় পথে নেমেছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। কিছুদিন আগেই নাগরিকত্ব আইনের বিরোধিতায় কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছিল রাজ্যের বিভিন্ন জেলা। একের পর এক ট্রেন, বাসে আগুন ধরিয়ে দিয়েছিল বিক্ষোভকারীরা। অভিযোগ, সেখানে কার্যত দর্শকের ভূমিকায় দেখা গিয়েছে পুলিশকে। তবে প্রথম থেকেই শান্তিপূ্র্ণভাবে বিরোধিতার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নতুন এই আইনের বিরোধিতায় পথে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রীও। এহেন একাধিক কারণেই বারবার বিজেপি নেতৃত্বের কটাক্ষের শিকার হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

The post ‘সন্ত্রাসবাদীদের জন্য মিছিল করছেন, আপনি ওপারে চলে যান’, মমতাকে কটাক্ষ দিলীপের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement