সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএল কাপ হাতছাড়া হওয়ার যন্ত্রণা ভুলতে চেয়েছিলেন ট্রফি জিতে। কিন্তু খেতাব জয়ের স্বপ্ন সফল হল না সুপার কাপেও। আবারও খালি হাতেই ফিরতে হল সুনীল ছেত্রীকে। কলিঙ্গ সুপার কাপের প্রথম রাউন্ডেই অপ্রত্যাশিতভাবে বিদায় নিল বেঙ্গালুরু এফসি। অন্যদিকে, চেন্নাইয়িন এফসিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল মুম্বই সিটি এফসি।
২০২৩ সালের পর ২০২৫। ফের একবার মোহনবাগানের কাছে আইএসএল ফাইনাল হারতে হয়েছে সুনীলের বেঙ্গালুরুকে। নিজের প্রাক্তন ক্লাবের কাছে হারের ধাক্কা যে ভালোই লেগেছে, তা গোপন করেননি তিনি। ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করে নিজের যন্ত্রণা ভাগ করে নিয়েছিলেন ভক্তদের সঙ্গে। সেখানে আইএসএলের সর্বকালের সর্বোচ্চ স্কোরারের বার্তা, এই যন্ত্রণা শুধুমাত্র ট্রফি জয়ের মাধ্যমে কমানো সম্ভব।
কিন্তু সুপার কাপের প্রথম ম্যাচেই ট্রফি জয়ের স্বপ্ন ভেঙে গেল সুনীলের। প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসির প্রতিপক্ষ ছিল ইন্টার কাশী। আইলিগের দলটির কাছে হারতে হবে আইএসএল ফাইনালিস্টকে, এমনটা অনুমান করেনি ফুটবল মহল। কিন্তু প্রথম ম্যাচে দারুণ ফুটবল খেলে ইন্টার কাশী জায়গা করে নিল কোয়ার্টার ফাইনালে। এদিন ম্যাচের প্রথমার্ধে গোল পায়নি কোনও দল। শেষ পর্যন্ত ৬২ মিনিটে এসে বেঙ্গালুরুকে এগিয়ে দেন রায়ান উইলিয়ামস। তবে গোলের জন্য কিছুটা দায়ী কাশীর গোলকিপার শুভম দাসও। তাঁর ভুলেই দীর্ঘক্ষণ ১-০ ফলে এগিয়ে ছিল বেঙ্গালুরু।
শেষদিকে এসে অবশ্য ম্যাচের ভাগ্য পালটে দিল ইন্টার কাশী। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে সমতা ফেরান মাতিজা বাবোভিচ। ম্যাচ শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউটে গড়ায়। সেখানে অবশ্য দুর্দান্ত পারফর্ম করেন শুভম। বেঙ্গালুরুর একটি শট আটকান। তার জেরেই পেনাল্টি শুট আউটে ৫-৩ জেতে কাশী। অন্যদিকে, চেন্নাইয়িনকে ৪-০ দুরমুশ করে সুপার কাপের কোয়ার্টার ফাইনালে চলে গেল মুম্বই। জোড়া গোল করেন ছাংতে।
