shono
Advertisement

Breaking News

ভোটের আগে উলটপুরাণ, বিজেপি ছেড়ে ফের তৃণমূলে মুকুল রায়ের শ্যালক সৃজন

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের আত্মীয়র দলবদলে অস্বস্তিতে গেরুয়া শিবির।
Posted: 06:20 PM Feb 03, 2021Updated: 06:21 PM Feb 03, 2021

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2021) আগে দলবদল নিয়ে কার্যত অস্বস্তিতে তৃণমূল। এবার উলটপুরাণ। শক্তিবৃদ্ধি হল ঘাসফুল শিবিরের। কারণ, বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখালেন মুকুল রায়ের শ্যালক সৃজন। সর্বভারতীয় সহ-সভাপতির আত্মীয়র দলবদলে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে গেরুয়া শিবির।

Advertisement

তৃণমূল সূত্রে খবর, ২০১১ সালের বিধানসভা, ২০১৪ সালের লোকসভা এবং ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ঘাসফুল শিবিরের হয়ে কাজ করেছিলেন সৃজন রায়। ২০১৯ সালে দলবদল করেন তিনি। নাম লেখান বিজেপি শিবিরে। তবে বিধানসভা ভোটের মুখে বদলাল সমীকরণ। মুকুল রায়ের শ্যালক সৃজন (Srijan Roy) ফের দলবদল করলেন। আর এবার তিনি হাতে তুলে নিলেন ঘাসফুল শিবিরের পতাকা। ব্রাত্য বসুই তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। এদিন শুধু মুকুল রায়ের শ্যালকই নন আইনজীবী জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় এবং টলিউড অভিনেত্রী নীলাঞ্জনা মজুমদারও তৃণমূলে যোগ দেন।

[আরও পড়ুন: মুসলিম হয়ে কেন বিজেপিতে? ঘাড় ধাক্কা দিয়ে বের করা হল স্কুলের পরিচালন কমিটির সদস্যকে!]

আচমকা কেন এই সিদ্ধান্ত নিলেন সৃজন? তাঁর দাবি, গেরুয়া শিবিরে সেভাবে কাজের সুযোগ পাননি। তাই এই সিদ্ধান্ত। উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে গ্রেপ্তার হন সৃজন। তাঁর বিরুদ্ধে ২ কোটি টাকার প্রতারণার অভিযোগ ওঠে। মুকুল রায় (Mukul Roy) রেলমন্ত্রী থাকাকালীন ৫০-৬০ জনের থেকে ওই টাকা হাতিয়ে নিয়েছেন বলেই অভিযোগ ওঠে। যদিও পরে জামিনে মুক্তি পান তিনি। মুক্তির পর সেই সময় তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগ তুলেছিলেন সৃজন। তবে এদিন তৃণমূলে (TMC) যোগ দিয়ে সে বিষয়ে মুখ খুলতে রাজি হননি মুকুল রায়ের শ্যালক। 

এর আগে সৌমিত্র খাঁর স্ত্রী যোগ দিয়েছিলেন তৃণমূলে। তারপর বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের আত্মীয়ও যোগ দিলেন শাসকদলে। এই যোগদানে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে গেরুয়া (BJP) শিবির। যদিও বিজেপির কেউ কেউ দাবি করছেন, সৃজনের সঙ্গে মুকুল রায়ের সম্পর্ক নাকি ইদানীং ভাল যাচ্ছিল না। এছাড়াও রাজনীতিতে নাকি পদ পাওয়ার যথেষ্ট লোভ রয়েছে মুকুলের শ্যালকের। তাই তিনি দলবদল করলেন বলেও দাবি অনেকের। বিড়ম্বনায় পড়লেও দলবদলের বিষয়টিকে সেভাবে আমল দিতে নারাজ গেরুয়া শিবির।  

[আরও পড়ুন: রাজ্যে শুরু কোভ্যাক্সিনের টিকাকরণ, ‘সুস্থ আছি’ টিকা নিয়ে জানালেন স্বাস্থ্যকর্তারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement