shono
Advertisement

Breaking News

প্রশাসনের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, নেড়া হয়ে বিক্ষোভে বিজেপির নেতা-কর্মীরা

দীর্ঘক্ষণ পর ওঠে বিক্ষোভ।
Posted: 03:45 PM Feb 02, 2021Updated: 04:47 PM Feb 02, 2021

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: প্রশাসনের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ। এবার অভিনব প্রতিবাদে শামিল জেলা বিজেপির তপশিলি মোর্চার নেতা-কর্মীরা। নেড়া হয়ে এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনাস্থল দুর্গাপুর (Durgapur)।

Advertisement

মঙ্গলবার সকালে দুর্গাপুর এসডিও অফিসের সামনে জমায়েত করেন বিজেপির (BJP) তপশিলি মোর্চার নেতা কর্মীরা। সেখানে বিক্ষোভ দেখান তাঁরা। এসডিও অফিসের সামনেই একের পর এক নেতা নেড়া হন। তাঁদের কথায়, “এই সরকারের দেহ থাকলেও প্রাণ নেই। প্রাণের মৃত্যু ঘটেছে, শ্রাদ্ধানুষ্ঠান করছি, সেই কারণে মস্তক মুণ্ডন করছি আমরা।” তাঁদের অভিযোগ, ৩৪ বছর বাম সরকার তপশিলিদের জন্য কিছু করেনি। চাকরি, শিক্ষা কোনওক্ষেত্রেই তাঁদের কোনওরকম উন্নয়ন করেনি। তৃণমূল সরকারও কিছু করেনি। তাঁরই প্রতিবাদে এই বিক্ষোভ। বিক্ষোভকারীরা জানিয়েছে, পশ্চিম বর্ধমান জেলাজুড়ে দুশোর বেশি বিজেপি কর্মী এদিন নেড়া হয়েছেন। উল্লেখ্য, এর আগে মাথা নেড়া করে যজ্ঞ করেছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, তৃণমূলে থেকে পাপ করেছেন, তাঁর প্রায়শ্চিত্ত করলেন।

[আরও পড়ুন: ঠিক যেন ‘ঘরের মেয়ে’! ফালাকাটায় গণবিবাহের আসরে আদিবাসী নাচে পা মেলালেন মমতা]

তৃণমূল সরকারের কমতিগুলিকে হাতিয়ার করেই একুশের বৈতরণী পার করার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি। বঙ্গবাসীকে প্রতিশ্রুতি দিচ্ছে সোনার বাংলা উপহার দেওয়ার। এদিকে তৃণমূল বারবার তাঁদের উন্নয়নমূলক প্রকল্পগুলির কথা সকলের সামনে তুলে ধরছেন। প্রত্যেককে স্বপ্ন দেখাচ্ছেন এক সুনিশ্চিত ভবিষ্যতের। কিন্তু কাকে ভরসা করছে আমজনতা? তা বোঝা যাবে নির্বাচনের ফলপ্রকাশের পরই।

[আরও পড়ুন: লোকাল ট্রেনের স্টপেজের দাবিতে কৃষ্ণনগরের জালালখালিতে অবরোধ, আটকে বহু ট্রেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার