সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সকালে প্রয়াত হন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার (Dilip Kumar)। তার কিছুক্ষণের মধ্যেই শোক প্রকাশ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন হরিয়ানার বিজেপি নেতা অরুণ যাদব (Arun Yadav)। “সিনেমা জগতে হিন্দু নাম রেখে টাকা রোজগার করা মহম্মদ ইউসুফ খানের (দিলীপ কুমার) প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি হল! শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল! ঈশ্বর ওনার আত্মাকে শান্তি প্রদান করুন।” এমনই টুইট করেছিলেন অরুণ যাদব। তাতেই বিরক্ত নেটদুনিয়ার নাগরিকরা।
[আরও পড়ুন: ‘সব কিছু সাদা-কালোর মতো সহজ নয়’, নতুন পোস্টে কীসের ইঙ্গিত দিলেন শ্রাবন্তী?]
ভারতীয় সিনেমার ‘নয়া দওর’ দিলীপ কুমারের হাত ধরেই এসেছিল। শোনা যায়, সিনেমায় অভিনয় করা নিয়ে আপত্তি ছিলে তাঁর বাবার। সেই কারণেই নাম বদলে চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন কিংবদন্তি শিল্পী। তারপর নিজের অভিনয়ের জোরেই ট্রাজেডি কিংয়ের তকমা পেয়েছিলেন। অনুরাগীদের পাশাপাশি অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মতো তারকাদের আইডল হয়ে উঠেছিলেন। ছিলেন সায়না বানুর ‘সাহাব’। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভরতি ছিলেন ভারতীয় সিনেমার আইকন। ভুগছিলেন বার্ধক্যজনিত সমস্যায়। বুধবার সকালের তাঁর প্রয়াণের খবর প্রকাশ্যে আসে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জুহু কবরস্থানে তাঁকে সমাধিস্থ করা হয়। এমন অভিনেতা সম্পর্কে বিজেপি নেতার মন্তব্যে রুষ্ট অনেকেই। “আপনার লজ্জা হওয়া উচিত”, প্রতিক্রিয়া দিতে গিয়ে লিখেছেন উর্মিলা মাতণ্ডকর।