shono
Advertisement

ভোটপ্রচারে যোগ দিয়ে বিপাকে বাংলাদেশি অভিনেতা গাজি নূর, কমিশনে বিজেপি

ফিরদৌসের পর দেশছাড়া হতে পারেন আরও এক বাংলাদেশি অভিনেতা৷ The post ভোটপ্রচারে যোগ দিয়ে বিপাকে বাংলাদেশি অভিনেতা গাজি নূর, কমিশনে বিজেপি appeared first on Sangbad Pratidin.
Posted: 05:33 PM Apr 17, 2019Updated: 04:56 PM Apr 20, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিরদৌসের পর আরও এক বাংলাদেশি অভিনেতা গাজি নূরের বিরুদ্ধে তৃণমূলের ভোটপ্রচারে অংশগ্রহণ করার অভিযোগ তুলল বিজেপি৷ এবং সেই অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল গেরুয়া শিবির৷ বুধবার বিজেপির তরফে নির্বাচন কমিশনের দপ্তরে একটি অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে৷ যাতে বাংলাদেশি অভিনেতার বিরুদ্ধে ভিসা রেগুলেশন আইন ভাঙার অভিযোগ তোলা হয়েছে৷ এবং তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান হয়েছে৷ ফলে ফিরদৌসের পর আরও এক বাংলাদেশি অভিনেতার দেশছাড়া হওয়ার সম্ভবনা তৈরি হয়েছে৷

Advertisement

[ আরও পড়ুন:  ভারতে এসে ভোটপ্রচারের জের, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে ঢাকা ফিরলেন ফিরদৌস ]

গত ১২ এপ্রিল দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের হয়ে কামারহাটি এলাকায় ভোটপ্রচারে অংশগ্রহণ করেন বাংলাদেশি অভিনেতা গাজি নূর৷ তৃণমূল নেতা মদন মিত্রের নেতৃত্বে হওয়া ওই নির্বাচনী প্রচারকে ঘিরেই বর্তমানে তুঙ্গে রাজনৈতিক তরজা৷ এই প্রচারের বিরুদ্ধেই বুধবার নির্বাচন কমিশনে অভিযোগ জানাল বিজেপি৷ কমিশনের কাছে গাজি নূরের ভোটপ্রচারের দু’ঘণ্টার ভিডিওটি-ও জমা দিয়েছে বিজেপি৷ অভিযোগপত্রে বিজেপির তরফে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, টেম্পোরারি বিজনেস ভিসা নিয়ে ভারতে এসেছেন বাংলাদেশি অভিনেতা গাজি নূর৷ কিন্তু ব্যক্তিগত কাজে এসে তৃণমূলের হয়ে ভোটপ্রচারে অংশগ্রহণ করেছেন তিনি৷ যা ভিসা রেগুলেশন আইকে সরাসরি লঙ্ঘন করে৷ কারণ ভিসা রেগুলেশন আইনে এমন কোনও নির্দেশ নেই যে, ব্যক্তিগত ভিসায় ভারতে এসে কোনও ব্যক্তি ভোটপ্রচারে বা নির্বাচনের কাজে অংশগ্রহণ করতে পারে৷ ফলে ফিরদৌসের মতোই গাজি নূরের বিরুদ্ধে আইনানুরূপ ব্যবস্থা গ্রহণেরও দাবি করা হয়েছে বিজেপির তরফে৷

[ আরও পড়ুন: রাজশাহীর অধ্যাপক হত্যায় ৩ বিএনপি নেতাকে ফাঁসির আদেশ দিল আদালত ]

যদিও গাজি নূরের ভোটপ্রচারের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র৷ তিনি বলেন, ‘‘গাজি নূর ভোটপ্রচারে অংশগ্রহণ করেনি৷ ও গুরুত্বপূর্ণ নথি দিতে এসেছিল৷’’ তবে তৃণমূলের এই দাবি মানতে নারাজ বিজেপি৷ তাঁদের তরফে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার রাজনীতি করার অভিযোগ করা হয়েছে৷ গেরুয়া শিবিরের অভিযোগ, একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে তুষ্ট করতেই বাংলাদেশি তারকাদের ভোটপ্রচারের অংশ করছেন তৃণমূল নেতারা৷

The post ভোটপ্রচারে যোগ দিয়ে বিপাকে বাংলাদেশি অভিনেতা গাজি নূর, কমিশনে বিজেপি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement