রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিধানসভায় প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে চোর স্লোগান! প্রতিবাদে তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ বিজেপি। এক্স হ্যান্ডেলে অভিযোগপত্রের ছবি শেয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিজেপি বিধায়করা ‘মমতা চোর’ লেখা টি-শার্ট পরায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান নষ্ট হয়েছে। এই অভিযোগ তুলে হেয়ার স্ট্রিট থানায় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবার তৃণমূলের বিরুদ্ধে পালটা থানায় বিজেপি। বিধানসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে ‘চোর’ স্লোগান তুলে তাঁদের সামাজিক মর্যাদা নষ্টের চেষ্টা করা হয়েছে। এবার এই অভিযোগ তুলে তৃণমূলের ৬০ জন বিধায়কের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করলেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় ও মালতি রাভা রায়।
[আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের নিয়োগের পথে বাধা হতে পারে মামলা! FIR বাতিলের পরামর্শ হাই কোর্টের]
মঙ্গলবার রাতে সেই অভিযোগের কপি নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, “এই আচরণের জন্য সকলের শাস্তি হবে। শুধু সময়ের অপেক্ষা। মনে রাখবেন চাঁদের দিকে তাকিয়ে থুতু ফেললে তা মুখে এসে পড়ে।”