shono
Advertisement

কেন আটকে বিধায়কের ছেলের স্করপিয়ো? রাস্তায় ফেলে বেধড়ক মার অন্য গাড়ির চালককে

দেখুন সেই দৃশ্যের ভিডিও৷ The post কেন আটকে বিধায়কের ছেলের স্করপিয়ো? রাস্তায় ফেলে বেধড়ক মার অন্য গাড়ির চালককে appeared first on Sangbad Pratidin.
Posted: 08:58 AM Jul 01, 2018Updated: 09:29 AM Jul 01, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধায়কের ছেলের গাড়ি যাওয়ার জন্য রাস্তা ছেড়ে দেননি, ফল তো ভুগতেই হবে৷ ঠিক তাই হল! রাস্তায় ফেলে অন্য গাড়ির চালককে বেধড়ক মারধর করল বিধায়কের ছেলের সাগরেতরা৷ সমস্তটাই ধরা পড়ল রাস্তার সিসিটিভিতে৷ কিন্তু তাও পুলিশ কিছুই করতে পারল না৷ কারণ, অভিযুক্ত তো বিধায়কের ছেলে৷ এমনই ঘটনা উঠে এল রাজস্থানের বানসরা এলাকা থেকে৷

Advertisement

[ফের স্বস্তি সাধারণ মানুষের, বাড়ল আধার-প্যান সংযুক্তিকরণের সময়সীমা]

ঘটনাটি ঘটে রবিবার অর্থাৎ পয়লা জুলাই রাজস্থানের বানসরার বিদ্যুৎ কলোনিতে৷ দামি স্করপিয়ো গাড়ি নিয়ে বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলেন এলাকার বিধায়ক ধন সিং রাওয়াতের ছেলে রাজা৷ কেবল তাঁর নামেই রাজকীয় ব্যাপার নেই, কাজেও রয়েছে৷ জানা গিয়েছে, এর আগেও একাধিক ঘটনায় তাঁর নামে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে৷ কিন্তু কোনও ক্ষেত্রেই পুলিশ পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ৷ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এই ঘটনার সময় বিধায়ক পুত্রের গাড়ির আগে দাঁড়িয়েছিল একটি মারুতি সুইফট গাড়ি৷ ফলে যেতে পারেনি এলাকার ‘রাজা’র গাড়ি৷ আটকে যায় সেটি৷ আর তাতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন অভিযুক্ত ও তাঁর সাঙ্গপাঙ্গরা৷

[উর্দুতে রামায়ণ লিখে সম্প্রীতির নজির মুসলিম মহিলার]

নিগৃহীত চালক নীরব উপাধ্যায়ের অভিযোগ, হঠাৎই তাঁর উপরে চড়াও হন রাজা ও তাঁর দলবল৷ প্রথমে গাড়ি থেকে বের করা হয় তাঁকে৷ তারপরে চলে মারধর৷ কার্যত মাটিতে ফেলে চলে লাথি, ঘুষি৷ প্রায় পাঁচ-সাতজন মিলে পেটায় ওই চালককে৷ আধমরা অবস্থায় তাঁকে সেখানে ফেলেই চম্পট দেয় অভিযুক্তরা৷ সম্পূর্ণ ঘটনাটি ধরা পড়ে রাস্তার সিসিটিভি ক্যামেরায়৷ কিন্তু পুলিশ বরাবরের মতো এবারও নিষ্ক্রিয়৷ স্থানীয় থানার সাব-ইনস্পেকটর চন্দন সিংয়ের বক্তব্য, প্রথমত কোনও অভিযোগ জমা পড়েনি অভিযুক্ত রাজা ও তাঁর দলের বিরুদ্ধে৷ দ্বিতীয়ত, বিধায়কের ছেলে, ফলে তাঁর বিরুদ্ধে কিছুই করতে পারবে না পুলিশ৷

The post কেন আটকে বিধায়কের ছেলের স্করপিয়ো? রাস্তায় ফেলে বেধড়ক মার অন্য গাড়ির চালককে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement