shono
Advertisement

ফের বিধানসভায় বিজেপির হই-হট্টগোল, কাগজ ছিঁড়ে বিক্ষোভ, ওয়াক আউট শুভেন্দুদের

স্পিকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনায় অনীহার অভিযোগ!
Posted: 02:48 PM Mar 06, 2023Updated: 02:59 PM Mar 06, 2023

নব্যেন্দু হাজরা: অর্থবিল নিয়ে আলোচনার আগে ফের ওয়াকআউট বিজেপির (BJP)। স্পিকারের বিরুদ্ধে আনা অনাস্থা নিয়ে আলোচনা করতে না দেওয়ার অভিযোগ তুলে হই হট্টগোল শুরু করে গেরুয়া শিবির। বিধানসভার কক্ষে কাগজ ছিঁড়ে প্রতিবাদ দেখানোর পর ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতার অভিযোগ, বিধানসভাকে সঠিকভাবে পরিচালনা করা হচ্ছে না।

Advertisement

গত ১৩ ফেব্রুয়ারি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিজেপি। জমা পড়েছিল বিধানসভায়। পালটা গত ৩ মার্চ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম স্পিকারের পক্ষে আস্থা প্রস্তাব আনেন। দুই বিষয় নিয়ে সোমবার বিধানসভায় আলোচনার কথা ছিল। প্রকাশিত বুলেটিনেও বিষয়টি বলা হয়েছিল। এদিন এ বিষয় নিয়ে আলোচনা চাইতেই স্পিকার বলেন, ‘হেল্ড আপ’। অর্থাৎ পরে আলোচনা হবে।

[আরও পড়ুন: বিয়ে নিয়ে প্রেমিকার সঙ্গে অশান্তির মাঝেই বাগুইআটিতে যুবকের রহস্যমৃত্যু! খুন নাকি আত্মহত্যা?]

এর প্রতিবাদে বিধানসভার অন্দরে হই হট্টগোল জুড়ে দেন বিজেপি বিধায়করা। শুভেন্দুর উদ্দেশে ক্ষুব্ধ স্পিকার বলেন, “বিধানসভার নিয়মগুলি জেনে আসুন।” কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখান তাঁরা। ২টো ১৮ মিনিটে ওয়াকআউট করেন। বাইরেও কাগজ ছিঁড়ে প্রতিবাদ দেখায় বিজেপি বিধায়করা।

বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর অভিযোগ, “১৬টি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলাম। স্পিকার জানালেন, ওঁর পক্ষে আস্থা প্রস্তাব জমা পড়েছে। কিন্তু এটা নিয়মবিরুদ্ধ। আমরা আইন মেনে পরবর্তী পদক্ষেপ যা নেওয়ার আমরা নেব। বিধানসভায় বেআইনি কার্যকলাপের প্রতিবাদ করেছি আমরা।”

[আরও পড়ুন: বাংলায় কতটা সুরক্ষিত মেয়েরা? নারীদিবসে বাড়ি-বাড়ি গিয়ে বোঝাবে তৃণমূল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement