shono
Advertisement

‘ওঁদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে?’বৈঠকের আগেই বিরোধী জোটকে কটাক্ষ বিজেপির

অন্তর্দ্বন্দ্ব তৈরি করার কৌশল, মত রাজনৈতিক মহলের৷ The post ‘ওঁদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে?’ বৈঠকের আগেই বিরোধী জোটকে কটাক্ষ বিজেপির appeared first on Sangbad Pratidin.
Posted: 03:57 PM Dec 10, 2018Updated: 03:57 PM Dec 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উনিশের লোকসভা নির্বাচনের রণকৌশল প্রস্তুত করতে সোমবার রাজধানীতে বৈঠকে বসছে প্রায় সবকটি বিরোধী দল৷ কিন্তু তার আগেই বিরোধীদের মনোবল নষ্ট করতে তৎপর শাসক বিজেপি৷ তাঁদের বিরুদ্ধে কটাক্ষ ছুঁড়ে দিলেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়৷ জানতে চাইলেন, বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে?

Advertisement

[লোকসভা ভোটে বিরোধী ঐক্যে শান, দিল্লিতে জোট বৈঠকে মধ্যমণি মমতা]

সোমবারের রাজধানীর মেগা বিরোধী বৈঠককে প্রথমে স্বাগত জানান শাসকদলের এই শীর্ষ নেতা৷ তিনি জানান, শাসকের বিরুদ্ধে একজোট হচ্ছে সবকটি বিরোধী রাজনৈতিক দল, এটা খুবই ভাল কথা৷ এরপরই কটাক্ষের সুরে তিনি বলেন, “আমাদের তো প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদি আছেন, ওঁদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবে? ওঁদের আগে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম চূড়ান্ত করতে বলুন৷” কেবল কৈলাসই নন, বিরোধী জোটের অন্যতম কারিগর তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়ও৷ তৃণমূলত্যাগী এই বিজেপি নেতার প্রশ্ন, “প্রথমে তৃণমূল সুপ্রিমো বলতেন সিপিএম ও কংগ্রেস উভয়ই টিএমসি-র শত্রু৷ এবার উনি স্পষ্ট করুন, তাহলে কী ওঁনারা এখন বন্ধু হয়ে গিয়েছেন?”

[লোকসভার আগে ভাঙন এনডিএতে, মন্ত্রিত্ব ছাড়লেন উপেন্দ্র কুশওয়াহা]

উনিশের মহারণকে সামনে রেখে সোমবার রাজধানীতে বৈঠকে বসতে চলেছে প্রায় সবকটি রাজনৈতিক দল৷ ইতিমধ্যে নয়াদিল্লিতে পৌঁছে গিয়েছেন এই বৈঠকের গুরুত্বপূর্ণ দুই কারিগর টিডিপি প্রধান চন্দ্রবাবু নায়ডু ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রধান বৈঠকের আগে একান্তে বৈঠকও করেন অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের দুই মুখ্যমন্ত্রী৷ এদিনের মূল বৈঠকে থাকার কথা রয়েছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, ডিএমকে নেতা এমকে স্ট্যালিনের মতো নেতাদের৷ বৈঠকে থাকছে, সিপিআই, আপ, সপা, আরজেডি-সহ একাধিক রাজনৈতিক দল৷ সূত্রের খবর, নিজে না আসলেও বৈঠকে কোনও প্রতিনিধিকে পাঠাতে পারেন বিএসপি নেত্রী মায়াবতীও৷ প্রথম থেকেই বিরোধীদের এই বৈঠকের উপর কড়া নজর রাখছে গেরুয়া শিবির৷ ফলে রাজনৈতিক মহলের ধারণা, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই বিরোধীদের এই বৈঠককে কটাক্ষ করছেন শাসকদলের নেতারা৷ তাঁদের প্রধান লক্ষ্য, বৈঠকে যোগ দিতে আসা বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করা৷ যাতে পত্তনেই পতন ঘটে বিরোধী জোটের এবং এর সমস্ত রাজনৈতিক সুফল যাতে ২০১৯-এ ঘরে তুলতে পারে বিজেপি৷

The post ‘ওঁদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে?’ বৈঠকের আগেই বিরোধী জোটকে কটাক্ষ বিজেপির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement