shono
Advertisement
Rahul Gandhi

'কঠোরতম ব্যবস্থা'র দাবিতে রাহুলের বিরুদ্ধে কমিশনে বিজেপি, কোন মন্তব্যে আপত্তি?

ঠিক কী বলেছিলেন ওয়ানড়ের কংগ্রেস প্রার্থী রাহুল?
Posted: 05:31 PM Apr 01, 2024Updated: 05:51 PM Apr 01, 2024

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: নির্বাচন যত এগিয়ে আসছে, দলীয় নেতাদের একে-অপরকে আক্রমণের ঝাঁজও বাড়ছে। আর কোনও মন্তব্য 'অপছন্দ' হলেই সোজা জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে প্রতিপক্ষ দল। এবার রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে কমিশনে নালিশ জানাল বিজেপি। তাঁর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার আর্জিও জানানো হয়েছে।

Advertisement

কংগ্রেস নেতার কোন মন্তব্য নিয়ে নালিশ জানাল গেরুয়া শিবির (BJP)? সোমবার কমিশনকে বিজেপির তরফে জানানো হয়, রাহুল গান্ধী জানিয়েছিলেন, ইভিএম ছাড়া ওদের ভোটে জেতা সম্ভব নয়। এহেন মন্তব্য করে দেশের নির্বাচন ব্যবস্থা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। বিজেপির বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ তুলে রাহুল বলেছিলেন, 'ম্যাচ ফিক্সিং' করছে বিজেপি। এমন মন্তব্যকে 'আপত্তিকর' আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেওয়ার আবেদন জানিয়েছে বিজেপি।

[আরও পড়ুন: ‘সত্যিটা জানা উচিত জনগণের’, শ্রীলঙ্কাকে দ্বীপ ‘উপহার’ নিয়ে কংগ্রেসকে তোপ জয়শংকরের]

কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং সাধারণ সম্পাদক অরুণ সিং কমিশনকে জানায়, "এমন মন্তব্য করে রাহুল শুধু আদর্শ আচরণ বিধিই লঙ্ঘন করেননি, জনমানসে এর তীব্র প্রভাব পড়তে পারে। রাহুল এও দাবি করেছেন যে কমিশনে নিজেদের লোক রেখেছে বিজেপি। ইভিএমের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিজেপি জিতলে নাকি সংবিধানই বাতিল করে দেওয়া হবে।" আর এই কারণেই ওয়ানড়ের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আর্জি জানানো হয়েছে পদ্মশিবিরের তরফে।

বিজেপি প্রতিনিধিদের দাবি, একবার নয়, নির্বাচনী প্রচারে বেরিয়ে মোদি সরকারকে আক্রমণ করতে গিয়ে বার বারই এমন আপত্তিকর মন্তব্য করছেন রাহুল গান্ধী। আর সেই কারণেই সোনিয়াপুত্রর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানানো হয়েছে।

[আরও পড়ুন: ২১ হাজার কোটির অস্ত্র রপ্তানি! বিশ্বের সমর বাজারে অস্তিত্ব জানান দিচ্ছে ‘আত্মনির্ভর’ ভারত

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নির্বাচন যত এগিয়ে আসছে, দলীয় নেতাদের একে-অপরকে আক্রমণের ঝাঁজও বাড়ছে।
  • আর কোনও মন্তব্য 'অপছন্দ' হলেই সোজা জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে প্রতিপক্ষ দল।
  • এবার রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে কমিশনে নালিশ জানাল বিজেপি।
Advertisement