shono
Advertisement

অর্জুন সিংয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সমবায় ব্যাংকে রাতভর তল্লাশি পুলিশের

বিজেপি সাংসদের বিরুদ্ধে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের। The post অর্জুন সিংয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সমবায় ব্যাংকে রাতভর তল্লাশি পুলিশের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:03 PM Feb 13, 2020Updated: 06:03 PM Feb 13, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমবায় ব্যাংকে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। বুধবার গভীর রাত পর্যন্ত পুলিশ তল্লাশি চলল ভাটপাড়া-নৈহাটি কো-অপারেটিভ ব্যাংকে। বেআইনি ও বেনামী ঋণের টাকা আত্মসাৎ করা হয়েছে সন্দেহে পুলিশি তল্লাশি চলে সমবায় ব্যাংকে। যে ঘটনায় ক্ষুব্ধ ব্যাংকের চেয়ারম্যান তথা বারাকপুরের সাংসদ অর্জুন সিং। অর্জুনের বিরুদ্ধে ভাটপাড়া থানায় ২০ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা সোমনাথ শ্যাম। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে ভাটপাড়ায়।

Advertisement

বেনামে ঋণ দেওয়ার অভিযোগে বুধবার রাত দুটো পর্যন্ত বারাকপুর সিটি পুলিশের গোয়েন্দা এবং ভাটপাড়া থানার পুলিশ আধিকারিকরা যৌথভাবে তল্লাশি চালান ওই সমাবায় ব্যাংকে। প্রায় সাড়ে ৮ ঘণ্টা তল্লাশি চালানোর পর ব্যাংকের কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা। ব্যাংক কর্তৃপক্ষ গোটা বিষয়ে অসন্তুষ্ট। পুলিশি তল্লাশিতে ব্যাংকের সুনাম নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ব্যাংকের আমানতকারীদের নথি তল্লাশি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে ব্যাংক। পুলিশ এক্তিয়ারের বাইরে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

[আরও পড়ুন: দিল্লির ভরাডুবি নিয়ে স্বপনের টুইট খোঁচা, পালটা দিলেন দিলীপ]

জানা গিয়েছে, ভাটপাড়ার তৃণমূল পর্যবেক্ষক সোমনাথ শ্যাম ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে অর্জুনের বিরুদ্ধে দুর্নীতির কথা লেখেন সোমনাথ শ্যাম। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তল্লাশি চালিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন অর্জুন। বলেছেন, ‘পুলিশের অধিকার নেই ব্যাংকে তল্লাশি চালানোর। পুলিশ গুন্ডাগিরি করছে। ব্যাংকটি রিজার্ভ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন। রাজ্য প্রশাসনের এক্তিয়ার নেই তল্লাশি চালানোর। গত আট মাসে কোনও অভিযোগ দায়ের হয়নি, তাহলে এখন কেন এটা নিয়ে শোরগোল হচ্ছে?’

The post অর্জুন সিংয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সমবায় ব্যাংকে রাতভর তল্লাশি পুলিশের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement