সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বেফাঁস দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ক্যাফের মালকিনকে হেনস্তার ঘটনা প্রসঙ্গে এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। পালটা দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।
মোটা অঙ্কের চাঁদা চেয়ে জুলুম, ক্যাফের মালকিনকে হুমকি, হেনস্তা। একাধিক অভিযোগের জেরে শোরগোল যোধপুর পার্ক (Jodhpur Park)। ঘটনার তদন্তে নেমে এলাকার এক তৃণমূল (TMC) নেতা-সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার প্রাতঃভ্রমণে গিয়ে সেই প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “দল-সরকারের উপর নেত্রীর কোনও কন্ট্রোল নেই। ওনার কথা কেউ শোনেন না।” এরপরই তৃণমূলের সমস্ত পদের অবলুপ্তি প্রসঙ্গে তিনি বলেন, “পার্টি বলে কিছু নেই। সব পদ বাদ দিয়ে গ্যাং তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর উনি হচ্ছেন গ্যাংস্টার।”
[আরও পড়ুন: গোঁজ কাঁটা তোলার প্রক্রিয়া শুরু, শীর্ষ নেতৃত্বের নির্দেশে পুরুলিয়ায় ৮ নির্দল প্রার্থীকে বহিষ্কার তৃণমূলের]
দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্যের পালটা দিয়েছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, “বিজেপি হচ্ছে একটা সার্কাস পার্টি। আর উনি সেখানকার জোকার। উনি এসব বুঝবেন না। দলে সাংগঠনিক নির্বাচন চলছে। সেই কারণেই পদের অবলুপ্তি। আর মমতা বন্দ্যোপাধ্যায় দল নেত্রী। উনি শীর্ষে রয়েছেন। আজই দলের মিটিং রয়েছে। দিলীপবাবুর এসব বোঝার কথা নয়। ওনাকে তো পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।”
উল্লেখ্য, টানাপোড়েনের মুখে পড়ে দলের সমস্ত পদ অবলুপ্ত করে নতুন জাতীয় কর্মসমিতি গড়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবীন-প্রবীণ সমন্বয়ে ২০ জন সদস্যকে নিয়ে তৈরি হয়েছে ওয়ার্কিং কমিটি (Working Committee)। ১৮ তারিখ অর্থাৎ শুক্রবার বিকেল ৪টে নাগাদ কালীঘাটে দলের জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠকের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই সম্ভবত বাকি পদাধিকারীদের নামও ঘোষণা করবেন তৃণমূল সুপ্রিমো।