shono
Advertisement

১৫ দিনের মধ্যে করতে হবে আত্মসমর্পণ, জামিন পেয়েও অস্বস্তি কাটল না নিশীথের

মামলায় পুলিশকে সবরকম সহযোগিতার নির্দেশ দিয়েছে আদালত।
Posted: 12:20 PM Jan 25, 2024Updated: 12:51 PM Jan 25, 2024

শান্তনু কর, জলপাইগুড়ি: গুলিকাণ্ডে জামিন পেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক(Nisith Pramanik)। তবে ১৫ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিল হাই কোর্ট। ফলে আদালতের রায়ে সেই অর্থে স্বস্তি পেলেন উত্তরবঙ্গের দাপুটে বিজেপি সাংসদ। 

Advertisement

২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় গুলি চালানোর একটি ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে নিম্ন আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সার্কিট বেঞ্চে মামলার শুনানি চলছিল। সম্প্রতি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিশীথ। শীর্ষ আদালত কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেই মামলার শুনানির নির্দেশ দেয়।

[আরও পড়ুন: ‘সাসপেন্ড’ র‌্যাগিংয়ে অভিযুক্ত কলকাতা মেডিক্যালের ২ পড়ুয়া, অভিযুক্তদের শোধরাতে কাউন্সেলিংও]

আজ অর্থাৎ বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ জামিনের আবেদন মঞ্জুর করে। তবে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে হবে নিশীথ প্রামাণিককে। একইসঙ্গে এই মামলায় পুলিশকে সবরকম সহযোগিতার নির্দেশ দিয়েছে আদালত।

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগে ২০১৮ সালে কোচবিহারের গীতালদহের হরিরহাটে গুলিবিদ্ধ হন দু’জন। নিশীথের নির্দেশে গুলি চালানো হয় বলে অভিযোগ করে আহতদের পরিবার। সেইমতো থানায় অভিযোগ দায়ের হয়। নিশীথের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার সাংসদ গত সপ্তাহে কলকাতা হাই কোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রক্ষাকবচের আবেদন করেন। তা খারিজ করে দেয় আদালত। এর পরই তাঁকে গ্রেপ্তারির দাবিতে পথে নামে স্থানীয় তৃণমূল।

[আরও পড়ুন: অবসর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ‘প্রত্যাবর্তন’, কী বলছেন মেরি কম?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার