shono
Advertisement

‘বিবেকানন্দের নবরূপ আজকের নরেন্দ্র মোদি’, বিতর্কিত মন্তব্য সৌমিত্র খাঁ’র, জবাব তৃণমূলের

'ওঁর মস্তিষ্কের ধুসর অংশের এমআরএই করা হোক', কটাক্ষ কুণাল ঘোষের।
Posted: 04:01 PM Jan 12, 2023Updated: 04:07 PM Jan 12, 2023

টিটুন মল্লিক, বাঁকুড়া: জগন্নাথ সরকারের পর এবার সৌমিত্র খাঁ (Soumitra Khan)। ফের নরেন্দ্র মোদিকে স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) সঙ্গে তুলনা করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। বিবেকানন্দের জন্মদিনে তাঁর এহেন মন্তব্য ফের নয়া বিতর্কের জন্ম দিল। বিজেপি সাংসদের এই মন্তব্যের পালটায় তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ, ”ওঁর মস্তিষ্কের ধূসর জায়গার এমআরআই করা উচিত।” জেলা বিজেপি (BJP) অবশ্য সাংসদের এই মন্তব্যের দায় নেয়নি। নেতৃত্বের সাফ কথা, ”এ বিষয়ে আমাদের কিছু বলার নেই।”

Advertisement

বৃহস্পতিবার যুব সম্প্রদায়ের আইকন স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা যুব দিবস পালিত হয়েছে গোটা দেশে। বিষ্ণুপুরে (Bishnupur) জেলা বিজেপি নেতৃত্ব স্বামীজির জন্মদিবস উপলক্ষে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করেছিল। তাঁর মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ’র বক্তব্য, ”স্বামী বিবেকানন্দ নবরূপে ফিরে এসেছেন নরেন্দ্র মোদি হিসেবে। কারণ যেভাবে স্বামীজি দেশের কাজ করতেন আর আজ দেশসেবায় মোদি যেভাবে নিয়োজিত, তাতে আমার মনে হয়েছে, উনিই আজকের স্বামীজি।”

[আরও পড়ুন: ‘শ্রমিকদের বেতন নগদে দিতে হয়’, কোটি কোটি টাকা উদ্ধারে সাফাই TMC বিধায়কের]

স্বভাবতই তাঁর এহেন মন্তব্য বিতর্ক উসকে দিয়েছে। এর আগে একটি সভা থেকে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারও (Jagannath Sarkar) একই দাবি করেছিলেন। নরেন্দ্র মোদিকে তুলনা করেছিলেন স্বামী বিবেকানন্দের সঙ্গে। এবার সৌমিত্র খাঁ। তবে দলের সাংসদের এই মন্তব্যের দায় নেয়নি স্থানীয় নেতৃত্ব। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিংহ বলেন, ”আমাদের সাংসদ বলেছেন। তাই এ বিষয়ে আমাদের কিছু বলার নেই।”

[আরও পড়ুন: বিশ বাঁও জলে ‘এক ব্যক্তি এক পদ’ নীতি, সংসদের দুই কক্ষে কংগ্রেসের দলনেতা খাড়গে-অধীর]

তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি অলোক মুখোপাধ্যায় বলেন, ”আজই বিজেপির একগুচ্ছ বিধায়ক আমাদের দলে নাম লেখানোর জন্য লাইন দিয়েছেন। তা দেখেই বিজেপির এই সাংসদের মাথা খারাপ হয়েছে। সেই কারণেই যুগপুরুষ বিবেকানন্দের সঙ্গে নরেন্দ্র মোদিকে এক আসনে বসিয়েছেন এই সাংসদ।” তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) কটাক্ষ, ”গবেষকরা এই সুযোগ ছাড়বেন না। ওঁর মস্তিষ্কের ধূসর জায়গার এমআরআই করা উচিত।” বিবেকানন্দের জন্মদিনে তাঁকে নিয়ে এহেন মন্তব্য দিনটির তাৎপর্যকেই খানিকটা খাটো করে দিল বলে মত ওয়াকিবহাল মহলের একাংশের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার