সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'কর্নাটকে কংগ্রেসের সরকার ফেলতে 'অপারেশন লোটাস' শুরু করেছে বিজেপি। শাসকদলের বিধায়ক কিনতে ১০০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে।' এমনই বিস্ফোরক অভিযোগ তুলে রাজ্যের বিরোধী দলের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের কংগ্রেস বিধায়ক রবিকুমার গৌড়া। তবে ওই নেতার দাবি, সিদ্দারামাইয়ার সরকার ফেলার ষড়যন্ত্র চললেও বিজেপির পাতা ফাঁদে এখনও পর্যন্ত কেউ পা রাখেননি।
নির্বাচনে হারলেও টাকার জোরে ঘুরপথে ক্ষমতা দখলের নজির দেশে কম নেই। বিজেপি জমানায় এই পন্থার নামকরণ হয়েছে 'অপারেশন লোটাস'। এবার কর্নাটকে সেই প্রক্রিয়া শুরু হয়েছে অভিযোগ তুলে সংবাদমাধ্যমকে রবিকুমার বলেন, "আমি নিশ্চিত হয়েই বলছি, কর্নাটকে সরকার ফেলার চক্রান্ত শুরু হয়েছে। আগে এর জন্য ৫০ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল বিজেপি। সেটা বাড়িয়ে ১০০ কোটি করা হয়েছে। পরশু ফোন করে বলা হয়েছে ১০০ কোটি টাকা প্রস্তুত রয়েছে ৫০ জন বিধায়ককে বিজেপিতে আনতে হবে।''
[আরও পড়ুন: রেল লাইনে মাথা রেখে ‘মরণ ঘুম’! ট্রেন থামিয়ে ‘কুম্ভকর্ণ’কে জাগালেন চালক]
একইসঙ্গে বিধায়ক বলেন, "যে ব্যক্তি আমায় ফোন করেছিলেন আমি তাঁকে জানিয়ে দিয়েছি। আপনার টাকা আপনি আপনার কাছেই রাখুন। বিষয়টি নিয়ে আমি ইডির কাছে অভিযোগ জানানোর বিষয়ে ভাবছি। তবে ওরা যতই সরকার ভাঙার চেষ্টা করুক না কেন। আমাদের সরকার অত্যন্ত শক্তিশালী। টাকার প্রলোভনে কেউ মাথা নত করবে না।" উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসে বিজেপির বিরুদ্ধে একই রকম অভিযোগ তুলেছিলেন রবিকুমার। সেবার দাবি করেছিলেন ৫০ কোটি টাকার এবং মন্ত্রীপদের টোপ দিয়ে বিধায়ক কেনার চেষ্টা চালাচ্ছে বিজেপি ৪ বিধায়কের সঙ্গে যোগাযোগ করা হয়। রবিকুমার সরাসরি অভিযোগ করেছিলেন, বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ, কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজে, প্রহ্লাদ যোশী ও এইচডি কুমারস্বামী রাজ্যের কংগ্রেস সরকার ফেলার ষড়যন্ত্র করছে। তবে ১৩৬ বিধায়কের সঙ্গে আমাদের সরকার পাথরের মতো শক্তিশালী। তাকে টলানোর ক্ষমতা কারও নেই।
[আরও পড়ুন: ফের দুর্ঘটনা! উত্তরপ্রদেশে দুভাগ হয়ে গেল ধানবাদগামী কৃষাণ এক্সপ্রেস]
প্রায় এক বছর পর ফের সেই একই অভিযোগ তুলে এবার রবিকুমার বলেন, "যারা এই ষড়যন্ত্র চালাচ্ছে তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রতিশ্রুতি দিয়েছেন কর্নাটকে সরকার ফেলার। বিজেপির দালালরা কংগ্রেস বিধায়কদের সঙ্গে সম্পর্ক রেখে চলেছে। তবে আমাদের কোনও বিধায়ক বিজেপির ফাঁদে এখনও পর্যন্ত পা দেননি। কর্নাটকে কংগ্রেসের সরকার অত্যন্ত শক্তিশালী।" পাশাপাশি তিনি বলেন, "আমরা সমস্ত তথ্যপ্রমাণ একত্রিত করছি। ইডি ও সিবিআইয়ের হাতে সব প্রমাণ তুলে দেব। আমরা এই ষড়যন্ত্রকারীদের টাকা-সহ হাতে-নাতে ধরতে চাইছি। আমার কাছে ওই ব্যক্তির অডিও রয়েছে, যিনি ফোন করে ওই প্রস্তাব দিয়েছিলেন। সময়মতো তা প্রকাশ করব।"