সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটে বিধানসভা ভোটের আগে এবার বিজেপির বিরুদ্ধে পাকিস্তানের হাত শক্ত করার অভিযোগ তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তাঁর অভিযোগ, এদেশে হিন্দুদের মুসলিমদের বিরুদ্ধে লড়িয়ে দিয়ে পাকিস্তানের হাত শক্ত করতে চাইছে গেরুয়াশিবির। গুজরাটের ভোটারদের কাছে দিল্লির মুখ্যমন্ত্রীর আরজি, আর যাকে ভোট দিন, দয়া করে বিজেপিকে ভোট দেবেন না।
[নিত্য সন্ত্রাস হানা, একযোগে রুখে দাঁড়ানোর ডাক মোদির]
একদিকে সামাজিক আন্দোলনের নেতাদের সঙ্গে জোট গড়েছেন রাহুল গান্ধী, অন্যদিকে জিএসটি, নোট বাতিলের মতো ইস্যুতে ক্ষোভ দানা বেধেছে ব্যবসায়ী মহলে। গুজরাটে বিধানসভা ভোটের আগে এসব নিয়ে রীতিমতো চাপে বিজেপি। বিরোধীদের অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে মেরুকরণকে হাতিয়ার করতে চাইছে শাসকদলের নেতারা। তাই গুজরাটে ঘাঁটি গেড়েছেন বিজেপি কেন্দ্রীয় মন্ত্রীরা। একাধিক সভা করার পরিকল্পনা নিয়েছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর বিরোধীদের মেরুকরণের অভিযোগেই নয়া মাত্রা যোগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গুজরাটের মানুষের কাছে বিজেপিকে ভোট না দেওয়ার আরজি জানালেন।
[চাকরিতে সংরক্ষণ প্রথার অবসান চান রঘুরাম রাজন]
রবিবার দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দিল্লির রামলীলা ময়দানে ন্যাশনাল কনভেনশনের আয়োজন করেছিল আপ। কনভেশনে উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, দলের দিল্লির বিধায়ক, কাউন্সিল ও পাঞ্জাবের বিধায়করাও উপস্থিত ছিলেন। সেখানে দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘পাকিস্তানের সবচেয়ে বড় স্বপ্ন ধর্মের ভিত্তি ভারতকে ভাগ করা। গত তিন বছর ধরে ঠিক সেই কাজটাই করছে বিজেপি। ভুয়ো জাতীয়বাদীরা মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের উসকে দিচ্ছেন। এরা আইএসআইয়ের এজেন্ট।’ গুজরাটের মানুষকে বিজেপিকে ভোট না দেওয়ার আরজিও জানিয়েছেন তিনি। দিল্লির মুখ্যমন্ত্রীর সাফ কথা, আর যাকে ভোট দিন কেন, দয়া করে বিজেপিকে ভোট দেবেন না। এদিকে কেজরিওয়ালেল এই মন্তব্যকে হতাশার বহিঃপ্রকাশ বলে কটাক্ষ করেছেন দিল্লির বিধানসভার বিরোধী দলনেতা বিজেন্দ্র গুপ্ত। এই বিজেপি নেতার বক্তব্য, ‘বিজেপির সমালোচনা আর প্রধানমন্ত্রীকে দোষারোপ করা ছাড়া ওদের কোনও কাজ নেই। সবকিছুতেই ধর্মীয় রঙ চড়ানোটা নিম্মরুচির পরিচয়।’
[ই-মেল পাঠিয়ে শুনানির তারিখ বিচারপ্রার্থীকে জানাবে আদালতই]
প্রসঙ্গত, গুজরাটে বিধানসভা ভোটে ২০ আসনে প্রার্থী দিয়েছে আম আদমি পার্টি বা আপ। দু’দফায় প্রার্থী তালিকাও ঘোষণা করেছে তারা।
[জানেন, কেন হরিণ শাবকদের স্তন্যদান করেন এই সম্প্রদায়ের মহিলারা?]
The post ‘হিন্দুদের উসকানি দিয়ে পাকিস্তানের হাত শক্ত করছে বিজেপি’ appeared first on Sangbad Pratidin.