shono
Advertisement

Breaking News

বিজেপির সিইএসসি ভবন অভিযান ঘিরে রণক্ষেত্র সেন্ট্রাল অ্যাভিনিউ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

বিজেপি কর্মীদের রুখতে জল কামান ব্যবহার করল পুলিশ, থোঁড়া হল কাঁদানে গ্যাসের সেল৷ The post বিজেপির সিইএসসি ভবন অভিযান ঘিরে রণক্ষেত্র সেন্ট্রাল অ্যাভিনিউ, পুলিশের সঙ্গে সংঘর্ষ appeared first on Sangbad Pratidin.
Posted: 01:36 PM Sep 11, 2019Updated: 03:16 PM Sep 11, 2019

মণিশংকর চৌধুরী ও শুভজিৎ মণ্ডল: বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে বিজেপির সিইএসসি ভবন অভিযান ঘিরে রণক্ষেত্র সেন্ট্রাল অ্যাভিনিউ৷ চাঁদনী চকের ই-মলের সামনে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেধে যায়৷ ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপি কর্মীরা৷ তাদের থামাতে লাঠি চার্জ করে পুলিশ৷ ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল৷ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন বিজেপি কর্মী৷ বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ৷

Advertisement

[ আরও পড়ুন: বিপর্যয়ের জের, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বউবাজারের গৃহহীন বৃদ্ধার ]

বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে বুধবার দুপুরে রাজ্য বিজেপি দপ্তর থেকে ভিক্টোরিয়া হাউস বা সিইএসসি ভবন পর্যন্ত এই মিছিলের আয়োজন করে রাজ্য বিজেপির যুব মোর্চা ও মহিলা মোর্চা৷ সামনে থেকে মিছিলে নেতৃত্ব দেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, যুব মোর্চার সভাপতি দেবজিৎ সরকার, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু৷ মিছিল চাঁদনী চকের ই-মেলর কাছে এলে, তাঁদের আটকায় পুলিশ৷ ব্যারিকেড দিয়ে বিজেপি কর্মীদের বাধা দেওয়া হয়৷ এরপরই রণক্ষেত্র হয়ে ওঠে এলাকার পরিস্থিতি৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় বিজেপি কর্মীদের৷ গেরুয়া শিবিরের কর্মীদের থামাতে অবশেষে জল কামান ব্যবহার করে পুলিশ৷ ফাটানো হয় কাঁদানে গ্যাসের বেশ কয়েকটি সেল৷ তাতেও কাজ না হলে, এলোপাথাড়ি লাঠি চার্জ করে পুলিশ৷ ঘটনায় মাথা ফেটেছে এক বিজেপি কর্মী৷ আহত হয়েছেন অনেকে৷ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ৷

[ আরও পড়ুন: ‘বাংলায় এনআরসি হবেই’, কলকাতায় এসে জোর গলায় বলে গেলেন স্মৃতি ইরানি ]

পুলিশের বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিলকে অশান্ত করে তোলার অভিযোগ করেছে বিজেপি নেতৃত্ব৷ তাদের অভিযোগ, মিছিলকে বিশৃঙ্খল বানাতে প্ররোচিত করেছে পুলিশ৷ এছাড়া সিইএসসি কর্তৃপক্ষ তথা গোয়েঙ্কা গোষ্ঠীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী তথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়৷ তাঁর দাবি, অন্য রাজ্যে কম টাকায় বিদ্যুৎ পরিষেবা দিতে পারলেও, এ রাজ্যে কেন বেশি টাকা বিদ্যুতের মাশুল নেওয়া হয়৷ দেবজিৎ সরকার বলেন, ‘‘বিদ্যুতের মাশুল নির্দিষ্ট করতে গ্লোবাল টেন্ডার ডাকতে হবে সিইএসসি কর্তৃপক্ষকে৷’’

The post বিজেপির সিইএসসি ভবন অভিযান ঘিরে রণক্ষেত্র সেন্ট্রাল অ্যাভিনিউ, পুলিশের সঙ্গে সংঘর্ষ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার