shono
Advertisement

একদিনের রাজ্য সফর শেষ জেপি নাড্ডার, ‘সোনার বাংলা’গড়ার শপথ নিয়ে ফিরলেন দিল্লি

বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনা সারেন জেপি নাড্ডা। 
Posted: 10:23 AM Feb 25, 2021Updated: 08:48 AM Feb 26, 2021

বাংলা দখলের লক্ষ্যে ফের রাজ্যে জেপি নাড্ডা। জনসভা থেকে পাটকল শ্রমিকের বাড়িতে মধ্যাহ্নভোজ, দিনভর ঠাসা কর্মসূচি বিজেপির সর্বভারতীয় সভাপতির। 

Advertisement

রাত ৯.৩০: কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি ফিরে গেলেন জেপি নাড্ডা 

বিকেল ৭.০০: সায়েন্স সিটি অডিটোরিয়ামে বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনায় জেপি নাড্ডা। 

বিকেল ৪ টে ৪০: বিভূতিভূষণে বাড়ির উদ্দেশে রওনা হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

বিকেল ৪ টে ২৫: বাংলায় মহিলারা সুরক্ষিত নয়, দাবি নাড্ডার।

বিকেল ৪ টে ১৭: “মমতাকে বিশ্রাম দিন, আমাদের কাজ দিন”, আনন্দপুরীর জনসভা থেকে বললেন জেপি নাড্ডা। সওয়াল করলেন প্রধানমন্ত্রী কিষান নিধির সপক্ষে। চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, বিজেপি ক্ষমতায় আসবেই। 

বিকেল ৪ টে ১২: বাংলার মানুষ পরিবর্তন যাত্রাকে আর্শীবাদ করেছে। সংকল্প করেছে মমতা সরকারকে ছুঁড়ে ফেলার, সভায় বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

দুপুর ৩ টে ৪৯: আনন্দপুরী কালীমন্দিরে জেপি নাড্ডা।

দুপুর ৩টে ৩৮: বারাকপুরে পৌঁছে শহিদ মঙ্গল পাণ্ডের স্মৃতিসৌধে মাল্যদান করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

দুপুর ৩ টে ৩৫: আনন্দপুরীর সভায় রয়েছেন শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, রাহুল সিনহা-সহ অন্যান্যরা।

দুপুর ২ টো ৪৫: মধ্যাহ্নভোজ সেরে আনন্দপুরীর সভার উদ্দেশে রওনা দিলেন নাড্ডা।

দুপুর ২ টো ২০: : চটকলের শ্রমিকের বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। খেলেন ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, পনিরের তরকারি, এঁচোড়ের তরকারি, ক্ষির, পাঁপড়, চাটনি।

দুপুর ১ টা ৫১: বঙ্কিমচন্দ্রের আদর্শে সোনার বাংলা গড়বে বিজেপি।

দুপুর ১ টা ৪০: মিউজিয়াম ঘুরে দেখছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। শ্রদ্ধা জানালেন ঋষি বঙ্কিমচন্দ্রের মূর্তিতে। 

 

দুপুর ১ টা ২৫: নৈহাটির বঙ্কিমভবনে জেপি নাড্ডা। পুষ্পবৃষ্টি করে তাঁকে স্বাগত জানানো হল।

সকাল ১১ টা ৪৪: রাজ্যের ২৯৪ টি কেন্দ্রে যাবে বিজেপির এলইডি ট্যাবলো। মতামত জানাতে পারবেন সাধারণ মানুষ।

সকাল ১১ টা ০২: ‘লক্ষ্য সোনার বাংলা’ কর্মসূচির উদ্বোধন করলেন জেপি নাড্ডা। জানালেন, দুর্নীতি মুক্ত বাংলা গড়বে বিজেপি। আশ্বাস দিলেন, ক্ষমতায় এলে বন্ধ হবে কাটমানি নেওয়ার রীতি। 

সকাল ১০ টা ৪৫: বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী পায়েল সরকার। দিলীপ ঘোষ পতাকা তুলে দিলেন তাঁর হাতে।

সকাল ১০ টা ৪০: হেস্টিংসয়ের কার্যালয়ে জেপি নাড্ডা। সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, শমীক ভট্টাচার্য-সহ অন্যান্যরা।

সকাল ১০ টা ১৫: উত্তর ২৪ পরগনার ঘোষপাড়া দিয়ে পরিবর্তন যাত্রা নিয়ে যাওয়ার অনুমতি দিল না পুলিশ। ফলে বারাকপুরের পরিবর্তন যাত্রা নিয়ে জটিলতা। অর্জুন সিং টুইটে জানালেন, স্থগিত করা হচ্ছে এই কর্মসূচি। পাশাপাশি আদালতে যাবেন বলেও জানিয়েছেন তিনি।

সকাল  ১০ টা: হোটেল থেকে বিজেপির হেস্টিংসয়ের কার্যালয়ের উদ্দেশে রওনা হলেন জেপি নাড্ডা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার