shono
Advertisement

‘টাকা দিয়ে গণতন্ত্রের সর্বনাশ হয়েছে’, ভোটের ফল নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

ইভিএম বাদ দিয়ে ব্যালট ফেরানোর দাবি, ২১ জুলাইয়ের সুর বেঁধে দিলেন মমতা৷ The post ‘টাকা দিয়ে গণতন্ত্রের সর্বনাশ হয়েছে’, ভোটের ফল নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 05:35 PM Jun 03, 2019Updated: 05:35 PM Jun 03, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকা, ক্ষমতা, সাংবিধানিক পদের অপব্যবহার করে এবারের ভোট হয়েছে৷ টাকা দিয়ে গণতন্ত্রের সর্বনাশ হয়েছে৷ সোমবার বিকেলে লোকসভা ভোটে দলের আশানুরূপ ফলাফল না হওয়া নিয়ে নবান্ন সভাঘরে রাজ্য সরকারের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী৷ ছকে নিলেন রাজ্য সরকার এবং তৃণমূলের পরবর্তী কর্মসূচি৷ ভোটের খবরাখবর পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ববোধ নিয়ে খানিকটা উষ্মাপ্রকাশও করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

Advertisement

[আরও পড়ুন: ‘সাবলম্বী হয়ে ওঠার উপাদান বাইসাইকেল’, বিশ্ব সাইকেল দিবসে টুইট মুখ্যমন্ত্রীর]

ভোটের ফলাফলের পর নিজের কালীঘাটের বাড়িতে দলীয় স্তরে বৈঠক করেছেন আগেই৷ সোমবার নবান্নে প্রশাসনিক স্তরে আলোচনায় বসলেন মুখ্যমন্ত্রী৷ ঘণ্টা দুয়েকের বৈঠকের পর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েই একাধিক অভিযোগ তুললেন৷ তাঁর কথায়, ‘রাজনৈতিক আলোচনার থেকেও এবার কী কী ষড়যন্ত্র হয়েছে, তা নিয়ে বেশি কথা হয়েছে৷ এবারের ভোটে মানি পাওয়ার, মাসল পাওয়ার, সাংবিধানিক ক্ষমতা সব কিছুর অপব্যবহার করা হয়েছে৷ কত টাকা খরচ হয়েছে, লুট হয়েছে৷ আর এই টাকা দিয়ে গণতন্ত্রের সর্বনাশ হয়েছে৷ এটা সত্যি কথা৷ এনিয়ে আমাদের আরও আলোচনা করতে হবে৷ এসব সত্ত্বেও আমাদের ছেলেমেয়েরা বলিষ্ঠভাবে লড়েছে৷’ মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, ইভিএম কারচুপি হয়েছে৷ তিনি বলেন, ‘ইভিএম প্রোগ্রামিংয়ের মাধ্যমে সব করেছে বিজেপি৷ কৃত্রিম মেকানিজম৷ তাই এখন ভয় পাচ্ছে৷ তড়িঘড়ি দলীয় আমাদের কার্যালয়গুলো দখলের মতো কাজ চলছে৷ বাংলার সংস্কৃতি দ্রুত বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে৷ কিন্তু এখানে এসব করা সহজ নয়৷ আমরা প্রতিরোধ করব৷’

এরপরই মুখ্যমন্ত্রী নিজেদের পরবর্তী কর্মসূচির কথা বলেন৷ তিনি জানান, ‘২১ জুলাই একটা নির্দিষ্ট বিষয়কে সামনে রেখে আমরা আন্দোলন করেছিলাম, নো আইকার্ড, নো ভোট৷ সময় বদলেছে৷ এবছর আমরা ২১ জুলাইয়ে স্লোগান তুলব–গণতন্ত্র বাঁচাও, ব্যালট ফিরিয়ে দাও৷ স্লোগান হবে – মেশিন চাই না, ব্যালট চাই৷’ এই ব্যালটে ভোটের দাবিতে নির্বাচনের বহু আগে থেকেই তৎপর হয়েছিল কংগ্রেস-সহ বেশ কয়েকটি বিরোধী দল৷ ফের সেই দাবিতে সরব হতে হবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী৷ দলের বিধায়করা এরপর থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবেন৷ ২১ জুলাই পর্যন্ত এভাবেই রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্র এলাকায় প্রচার চলবে৷

[আরও পড়ুন: বিনা নোটিসে শিয়ালদহ-বেলেঘাটা রুটে বন্ধ অটো, বিপাকে যাত্রীরা]

এদিনের সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন৷ তাঁর অভিযোগ, বিজেপি ফেক নিউজ ছড়িয়ে বাংলার বদনাম করার চেষ্টা করেছে, তাতে সংবাদমাধ্যমেরও ভূমিকাও সংশয়াতীত নয়৷ আরও দায়িত্ববোধের সঙ্গে সংবাদ পরিবেশন করা উচিত৷ বিশেষত বাংলা সংবাদমাধ্যমের ক্ষেত্রে এটাই কাম্য বলে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী৷     

The post ‘টাকা দিয়ে গণতন্ত্রের সর্বনাশ হয়েছে’, ভোটের ফল নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement