shono
Advertisement
Haryana Assembly elections

হরিয়ানায় দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ, ভিনেশের বিরুদ্ধে কাকে দাঁড় করাল বিজেপি?

সব মিলিয়ে ৯০ আসনের বিধানসভার ৮৮ জন প্রার্থীর নামই জানিয়ে দিল গেরুয়া শিবির।
Published By: Biswadip DeyPosted: 06:43 PM Sep 10, 2024Updated: 06:43 PM Sep 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। মঙ্গলবার ঘোষিত হল ২১ জনের নাম। সব মিলিয়ে ৯০ আসনের বিধানসভার ৮৮ জন প্রার্থীর নামই জানিয়ে দিল গেরুয়া শিবির। এবারের তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম ক্যাপ্টেন যোগেশ বৈরাগী। তিনি ভিনেশ ফোগাটের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন।

Advertisement

হরিয়ানার জুলানা থেকে লড়বেন কংগ্রেস প্রার্থী ভিনেশ ফোগাট। তাঁর বিরুদ্ধেই দাঁড়িয়েছেন বৈরাগী। প্রসঙ্গত, সম্প্রতি কংগ্রেসে যোগ দিয়েছেন প্যারিস অলিম্পিকের কুস্তিগির ভিনেশ ফোগাট। তার মধ্যেই পেয়ে গিয়েছেন আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনের টিকিট। আরেক কুস্তিগির বজরং পুনিয়াও নাম লিখিয়েছেন হাত শিবিরে। তিনি অবশ্য প্রার্থী হননি। কিন্তু দলে যোগ দিয়েই সর্বভারতীয় কিষাণ কংগ্রেসে কার্যকরী চেয়ারম্যানের পদও পেয়ে গিয়েছেন তিনি। প্যারিস অলিম্পিকের ফাইনালে নামার স্বপ্নভঙ্গ হয়েছিল ভিনেশের। যদিও তিনি দেশে ফিরে ‘চ্যাম্পিয়ন’-এর সম্মানই পেয়েছেন। তার পর ভূপিন্দর সিং হুডার সঙ্গে দেখাও করেন তিনি। শম্ভু সীমান্তে কৃষকদের অবস্থানে যোগ দিয়েছিলেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখাও করেন ভিনেশ। সেখানে ছিলেন বজরং পুনিয়াও। সেটা যে ভিনেশের কংগ্রেসে যোগদান ও প্রার্থী হওয়ার দিকে ইঙ্গিত করছে, তা আঁচ করতে পেরেছিল ওয়াকিবহাল মহল। অবশেষে সেটাই বাস্তব হয়। এর পর থেকেই আলোচনা শুরু হয়, এই হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে কাকে টিকিট দেবে গেরুয়া শিবির। যার জানা গেল মঙ্গলবার।

[আরও পড়ুন: বাড়ির সামনে খেলতে খেলতে হঠাৎ উধাও, ৩ বছরের শিশুর দেহ মিলল প্রতিবেশীর ওয়াশিং মেশিনে!]

প্রসঙ্গত, গত বুধবার ৬৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি। সেই তালিকায় ১৭ জন বিধায়ক এবং ৮ জন মন্ত্রীকে বেছে নেওয়া হয় প্রার্থী হিসেবে। রাজ্যের মুখ্যমন্ত্রী নায়াব সিং সৈনী-র আসন বদলেছে। এবারে তিনি করনালের বদলে কুরুক্ষেত্রের লাডবা আসন থেকে লড়বেন। রতিয়া আসন থেকে প্রাক্তন সাংসদ সুনীতা দুগ্গলকে প্রার্থী করা হয়েছে। লোকসভা নির্বাচনে তাঁকে টিকিট দেওয়া হয়েছিল।

[আরও পড়ুন: ছত্তিশগড়ে সরকারি স্কুলে মদ্যপান ছাত্রীদের! জন্মদিন উদযাপনে চাঞ্চল্যকর অভিযোগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। মঙ্গলবার ঘোষিত হল ২১ জনের নাম।
  • এবারের তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম ক্যাপ্টেন যোগেশ বৈরাগী।
  • তিনি ভিনেশ ফোগাটের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন।
Advertisement