সুমিত বিশ্বাস, পুরুলিয়া: বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলের হারানো জমি পুনরুদ্ধারে মরিয়া বিজেপি (BJP)। সেই প্রচেষ্টা সফল করতে এখন থেকেই কোমর বাঁধছে গেরুয়া শিবির। তাই বিধায়কদের কড়া অনুশাসনে বাঁধছে পুরুলিয়া জেলা বিজেপি। আগেই বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছিল, এলাকার উন্নয়নের পরিকল্পনা, তা রূপায়নের নীলনক্সা ডায়েরিভুক্ত করে নির্দিষ্ট সময় দলকে জানাতে হবে। এবার জনসেবার জন্য বিধায়কদের নিয়ম করে দলীয় কার্যালয়ে বসার রুটিনও বেঁধে দিল গেরুয়া শিবির।
মানুষের ভোটে জিতে আসা বিধায়কদের খোঁজ পেতে যাতে সাধারন মানুষজনকে হন্যে হয়ে ঘুরতে না হয়। তাই সপ্তাহের কোন দিন তাদের এলাকার বিধায়ককে কোথায় পাওয়া যাবে তার ঠিকানা ও সময় দিয়ে সোশ্যাল সাইট ও হোয়াটসঅ্যাপে প্রচার করছে পুরুলিয়া জেলা বিজেপি।
[আরও পড়ুন: উত্তরবঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসের বলি আরও ১, ক্রমশ বাড়ছে উদ্বেগ]
আসলে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে নিয়ে এই অভিযোগ উঠেছে বারবার। জেতার পর সাধারন মানুষ তাঁকে হাতের নাগালেই পাচ্ছেন না বলে অভিযোগ। বিশেষ করে করোনাকালে প্রথম পর্বে সাংসদকে না পেয়ে জেলার মানুষ ভীষনই ক্ষুব্ধ হন। তাঁর উদাসীনতা নিয়ে শহর পুরুলিয়ায় তাঁর বাড়ির সামনে বিক্ষোভও হয়। তাই দলের বিধায়কদের ক্ষেত্রে যাতে ওই ঘটনার পুনরাবৃত্তি না হয় তাই আগেভাগেই সতর্ক পুরুলিয়া জেলা বিজেপি। তাই দলেই দাবি উঠেছে বিধায়কদের মত সাংসদকে সপ্তাহের কোন দিন পাওয়া যাবে তাও রুটিনের মত করে জানিয়ে দেওয়া হোক। পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় বলেন, “দল যে নির্দেশ দিয়েছে তা পালন করব। জেলার মানুষজনের যাতে কোনও অসুবিধা না হয় সেই কারনেই এক একজন বিধায়ককে একদিন করে দলের জেলা কার্যালয়ে থাকার সিদ্ধান্ত হয়েছে।”