সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থান রাজনীতির রঙ্গমঞ্চে নতুন নাটক। এবার অশোক গেহলটের ভয়ে নিজেদের বিধায়কদেরও গুজরাটে সরানো শুরু করল বিজেপি (BJP)। তাঁদের আশঙ্কা, বিএসপির যে ৬ বিধায়ক কংগ্রেসে (Congress) যোগ দিয়েছেন, তাঁদের বিধায়ক পদ বাতিল হলে বিজেপি বিধায়কদের টোপ দিতে পারেন গেহলট। ইতিমধ্যেই বেশ কয়েকজন বিধায়ককে গুজরাটে সরিয়েও ফেলেছে গেরুয়া শিবির।
শচীন পাইলট বিদ্রোহ ঘোষণার পর এমনিতেই সুতোয় ঝুলছে রাজস্থানের কংগ্রেস সরকার। পাইলট শিবিরের বিধায়কদের বাদ দিলে অশোক গেহলটের (Ashok Gehlot) হাতে থাকছে মাত্র ১০২ জন বিধায়কের সমর্থন। সেটাও কংগ্রেস শিবিরের দাবি অনুযায়ী। বাস্তব ছবিটা কেউ জানেনা। এর মধ্যে আবার নতুন ফ্যাসাদ তৈরি করেছেন মায়াবতী। তাঁর দলের যে ৬ জন বিধায়ক গতবছর কংগ্রেসে যোগ দিয়েছিলেন, তাঁদের বিধায়কপদ বাতিলের দাবিতে রাজস্থান হাই কোর্টে মামলা ঠুকে দিয়েছেন তিনি। আগামী ১১ আগস্ট ওই মামলার শুনানি। যদি কোনওভাবে ওই ৬ বিধায়কের পদ বাতিল হয়, তাহলে সংখ্যালঘু হয়ে যেতে পারে অশোক গেহলটের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার।
[আরও পড়ুন: পাঁচ দফার বৈঠকেও মেলেনি সমাধানসুত্র, সেনাকে ‘সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি’র নির্দেশ নারাভানের]
কিন্তু যতদিন ক্ষমতায় আছেন, ততদিন ওই ‘বৃদ্ধ রাজপূত’ যে চেষ্টার কসুর করবেন না, সেটা ভালমতোই জানে বিজেপি। আর গেহলট রাজনীতির ময়দানের অনেক পুরনো খেলোয়াড়। সব দলের সব নেতার সঙ্গে যে কোনও সময় যোগাযোগ করার ক্ষমতা তাঁর আছে। তাই আগেভাগে সাবধান হচ্ছে গেরুয়া শিবির। সূত্রের খবর, ইতিমধ্যেই জনা পাঁচেক বিধায়ককে বিজেপি শাসিত গুজরাটে পাঠিয়ে দেওয়া হয়েছে। আরও কয়েকজনকে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। বিধানসভার অধিবেশন শুরুর আগে যত বেশি সংখ্যক বিধায়ককে নিরাপদ দূরত্বে সরিয়ে ফেলতে চায় গেরুয়া শিবির। রাজস্থানের নাটকের সব পর্বে এতদিন নীরবই ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যে বিজেপির সবচেয়ে বড় মুখ বসুন্ধরা রাজে (Vasundhara Raje)। হঠাৎ তিনিও সক্রিয় হয়ে উঠেছেন। বুধবারই দিল্লি গিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বেশ কয়েক প্রস্ত আলোচনা করে নিয়েছেন বসুন্ধরা।
The post উলট পুরাণ! এবার ঘোড়া কেনাবেচার ভয়ে রাজস্থানের বিধায়কদের গুজরাটে সরাচ্ছে বিজেপি appeared first on Sangbad Pratidin.