shono
Advertisement

স্ত্রীর বিরুদ্ধে অভিযোগকে হাতিয়ার করে অভিষেককে তীব্র আক্রমণ বিজেপির

অপপ্রচারের অভিযোগ তুলে বাবুল সুপ্রিয়োর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। The post স্ত্রীর বিরুদ্ধে অভিযোগকে হাতিয়ার করে অভিষেককে তীব্র আক্রমণ বিজেপির appeared first on Sangbad Pratidin.
Posted: 03:07 PM Mar 25, 2019Updated: 01:13 PM Apr 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য রাজনীতিতে যত কাণ্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে ঘিরে। ভোটের মুখে এই ইস্যু নিয়ে রাজ্যে সাংবিধানিক সংকট তৈরির চেষ্টা হচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলল বিজেপি। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বাবুল সুপ্রিয়োর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। অভিষেকের আইনজীবী সঞ্জয় বসুর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে সাংসদের বদনাম করার চেষ্টা চলছে। এই মর্মে নির্বাচন কমিশনে একটি চিঠিও লিখেছেন তিনি। এদিকে, অভিষেকের এই আবেদনের পালটায় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করছে বিজেপিও।

Advertisement

[আরও পড়ুনকংগ্রেস নির্বাচন জিতলে পাকিস্তানে দিওয়ালি হবে, কটাক্ষ গুজরাটের মুখ্যমন্ত্রীর]

রবিবার তৃণমূল যুব সভাপতির সাংবাদিক বৈঠকের পর থেকেই বিমানবন্দরে তাঁর স্ত্রীর সোনা-সহ ধরা পড়ার ইস্যুতে  রাজনৈতিক চাপানউতোর আরও প্রকট হয়েছে। অভিষেকের অভিযোগ ছিল, ভোটের আগে দিল্লির চাপে তাঁর স্ত্রীকে হেনস্তা করেছেন শুল্ক দপ্তরের আধিকারিকরা। বিজেপি এবং সিপিএম নেতারা তাঁর স্ত্রী রুজিরার বিরুদ্ধে ভুয়ো খবর ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন সাংসদ। তারপরই একযোগে সিপিএম-বিজেপি-কংগ্রেস অভিষেক তথা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে আসছেন। আক্রমণের তীব্রতা এদিন আরও বাড়ালেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত এবং শাহনওয়াজ হোসেন।

অভিষেককে জড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি নেতারা। তাঁদের অভিযোগ, “রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হওয়ার মতো পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপ করার চেষ্টা করছেন।” রবিবার কাস্টমসের উদ্দেশে কয়েকটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন তৃণমূল সাংসদ। সোমবার তাঁর পালটা অভিষেক তথা রাজ্য পুলিশের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ল গেরুয়া শিবির।

[আরও পড়ুনমহাজোট থেকে বাদ পড়েও ভোটের লড়াইয়ে কানহাইয়া, প্রার্থী হচ্ছেন বেগুসরাই থেকে]

কাস্টমসের এলাকায় পুলিশ কেন গিয়েছিল? অভিষেকের স্ত্রীকে গ্রিন চ্যানেল দিয়ে বের করে দেওয়ার নির্দেশ কেন দেওয়া হল ? কাস্টমসের আধিকারিকরা ব্যাগ তল্লাশি করতে চাইলে, তাদের বাধা দেওয়া হল কেন? কেন পরীক্ষা করতে দেওয়া হয়নি সুটকেস? পুলিশ কেন শুল্ক দপ্তরের কাজে বাধা দিল? এমনই বিবিধ প্রশ্ন তুলে পুরো ঘটনার তদন্ত চেয়েছে বিজেপি। এমনকী অভিষেকের সুরেই বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবি জানিয়েছে গেরুয়া শিবির।

The post স্ত্রীর বিরুদ্ধে অভিযোগকে হাতিয়ার করে অভিষেককে তীব্র আক্রমণ বিজেপির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement