shono
Advertisement

লোকসভা নির্বাচনে ২৭ হাজার কোটি টাকা খরচ বিজেপির, জানাল সমীক্ষা  

প্রতিটি লোকসভা আসনের জন্য গড়ে ১০০ কোটি টাকা খরচ করেছে রাজনৈতিক দলগুলি৷ The post লোকসভা নির্বাচনে ২৭ হাজার কোটি টাকা খরচ বিজেপির, জানাল সমীক্ষা   appeared first on Sangbad Pratidin.
Posted: 12:49 PM Jun 04, 2019Updated: 02:18 PM Jun 04, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণতন্ত্রের লড়াইয়ে ধনতন্ত্রের জয়জয়কার৷ ‘ভোট করাতে’ নির্বাচনী মরশুমে উড়েছে দেদার টাকা৷ কে কত ‘লিড’ দিতে পেরেছেন? সেজন্য কত খরচ হয়েছে? কোথায় ‘মার গেল’ টাকা, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত রাজনৈতিক দলগুলির হিসেবরক্ষকরা৷ ভোটে টাকার খেল জলভাত হলেও এবারে তা পৌঁছেছে নয়া উচ্চতায়৷ এক সমীক্ষায় জানা গিয়েছে, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি খরচ করেছে প্রায় ২৭ হাজার কোটি টাকা৷

Advertisement

[আরও পড়ুন: বুয়া-ভাতিজার মহাজোটে ইতি, একলা চলার ডাক মায়াবতীর]

সোমবার, লোকসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলির আয়-ব্যয়ের উপর চালানো একটি সমীক্ষার রিপোর্ট প্রকাশ করে ‘সেন্টার ফর মিডিয়া স্টাডিস’ বা সিএমএস৷ ওই সমীক্ষার মতে, ২০১৯-এর লোকসভা নির্বাচন এপর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল৷ এবারে রাজনৈতিক দলগুলি খরচ করেছে প্রায় ৬০ হাজার কোটি টাকা৷ বেনজিরভাবে মোট খরচের প্রায় ৪৫ শতাংশ বিজেপির খাতায়৷ সদ্য সমাপ্ত নির্বাচনে গেরুয়া শিবির একাই খরচ করেছে প্রায় ২৭ হাজার কোটি টাকা৷ ১৯৯৮ সালে বিজেপি খরচ করেছিল প্রায় ৯ হাজার টাকা৷ যা সেবারে মোট ব্যয়ের ২০ শতাংশ ছিল৷ সেই জায়গা থেকে ২০১৯-এ বিজেপির খরচ বেড়েছে অপ্রত্যাশিতভাবে৷ পালটা, ১৯৯৮ সালে মোট ব্যয়ের ৪০ শতাংশ ছিল কংগ্রেসের খাতায়৷ যা এবারে কমে দাঁড়িয়েছে ১৫ থেকে ২০ শতাংশে৷ অর্থাৎ ক্ষমতা হারানোর পর আর্থিক দিক থেকেই যথেষ্ট দুর্বল হয়ে পরেছে শতাব্দী প্রাচীন দলটি৷

এছাড়াও, সিএমএস-এর সমীক্ষায় জানা গিয়েছে, প্রতিটি লোকসভা আসনের জন্য গড়ে ১০০ কোটি টকা খরচ করেছে রাজনৈতিক দলগুলি৷ অর্থাৎ ভোটার পিছু গড়ে ৭০০ টাকা করে ব্যয়৷ সংস্থাটির চেয়ারম্যান এন ভাস্কর রাও বলেন, “রাজনৈতিক দলগুলির এই বিপুল অর্থ ব্যয় ভীতিজনক৷ বিষয়টি নিয়ে আমাদের চিন্তা করা উচিত৷ ভুল শুধরে আমাদের উচিত গণতন্ত্রকে আরও মজবুত করা৷” সরাসরি না বললেও এই টাকার উৎস যে সন্দেহজনক তা আকারে ইঙ্গিতে এদিন সাফ বুঝিয়ে দিয়েছেন ভাস্কর রাও৷ রাজনৈতিক দলগুলিও একে অপরের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ এনেছে৷ সব মিলিয়ে সিএমএস-এর সমীক্ষায় গণতন্ত্রের একটি কালো দিক স্পষ্ট হয়ে উঠেছে৷             

[আরও পড়ুন: যুবতীকে গণধর্ষণ করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট দুষ্কৃতীদের]

The post লোকসভা নির্বাচনে ২৭ হাজার কোটি টাকা খরচ বিজেপির, জানাল সমীক্ষা   appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement