shono
Advertisement

Breaking News

‘দিদি’র পালটা ‘মোদি দাদা’, নয়া পোস্টারে ভোট প্রচার শুরু বিজেপির

কেমন হল নতুন পোস্টার, দেখুন।
Posted: 09:59 PM Mar 08, 2021Updated: 10:02 PM Mar 08, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভা ভোটের (WB Assembly Election) আঁচে ভরা গ্রীষ্মের আগেই তপ্ত বঙ্গ। ক্ষমতাসীন তৃণমূলকে উৎখাত করে বাংলার ক্ষমতা দখলের লড়াইয়ে মরিয়া কেন্দ্রের শাসকদল বিজেপি। ভোট প্রচারেও সুর চড়াচ্ছে তৃণমূল, বিজেপি – যুযুধান দুই পক্ষ। ‘দিদিকে বলো’, ‘বাংলার গর্ব মমতা’র মতো প্রকল্পের পালটায় বিজেপিও চালু করেছে ‘আর নয় অন্যায়’, ‘দিন বদলের গানে’র মতো প্রচার সূচি। এবার ‘দিদি’র আবেগে ধাক্কা দিতে ‘মোদি-দাদা’ নামে নয়া পোস্টার আনছে বিজেপি। এই পোস্টারে ঢেকে যাবে বাংলার বিভিন্ন প্রান্ত। সুতরাং, নির্বাচনী আবহে রাজনৈতিক পোস্টার, ব্যানার, হোর্ডিংয়ে আসছে আরও চমক। টুইটে নতুন পোস্টারের কথা জানিয়েছেন বিজেপি মুখপাত্র তাজিন্দার পাল সিং বগ্গা।

Advertisement

পোস্টারে দেখা গিয়েছে, শাল জড়িয়ে জোড় হাতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদি ভোট প্রার্থনা করছেন। পাশে লেখা – ভোট ফর মোদি দাদা। অনলাইনে পোস্টারটি প্রকাশিত হয়েছে। এবার দিকে দিকে ছড়িয়ে পড়বে। ভোটের আগে অন্তত ২০ টি জনসভা করতে রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী। সদ্যই ব্রিগেডে সভা সেরে ফিরেছেন। এরপর ১৮ এবং ২০ তারিখ তাঁর আসার কথা। তার আগেই হয়ত ‘মোদি দাদা’ পোস্টারে ছেয়ে যাবে বাংলা।

[আরও পড়ুন: পুলিশ সুপারের পদ থেকে অপসারিত তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রের স্বামী, কারণ কী?]

আসলে বাংলার মাটিতে দাঁড়িয়ে ‘জননেত্রী’ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ‘দিদি’ হয়ে উঠেছেন, সেই আবেগের পালটা হিসেবে বিজেপি ‘দাদা’কে সামনে আনতে চাইছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। বাঙালি আবেগের সঙ্গে সাযুজ্য রেখেই মমতা ‘দিদি’র পালটা মোদি’দাদা’। এর আগেও ‘সোনার বাংলা’ গড়ার ডাক দিয়ে, বাঙালি মনীষীদের স্মরণ করে, বাঙালি কবি-সাহিত্যিকদের রচনার অংশ তুলে ধরে দিল্লির বিজেপি নেতারা প্রচারে নিজেদের ‘কাছের মানুষ’  ইমেজ তুলে ধরার চেষ্টা করেছেন। স্বয়ং নরেন্দ্র মোদিও তার ব্যতিক্রম নন। কিন্তু এভাবে কি  বাঙালিয়ানায় শান দিয়ে বাঙালি মন জয় করা সম্ভব? সে প্রশ্ন থাকছেই।  

[আরও পড়ুন: ‘কোভিড ভ্যাকসিন না মোদি ভ্যাকসিন?’, সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবিকে কটাক্ষ মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার