shono
Advertisement

‘বাকিরা ডায়লগ দেয়, আমি গোল দিই’, ফুটবল পায়ে TMC-কে চ্যালেঞ্জ Dilip Ghosh-এর

রাজভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গেও মুখ খুললেন দিলীপ ঘোষ।
Posted: 10:01 AM Aug 16, 2021Updated: 02:18 PM Aug 16, 2021

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের (Assembly Election 2021) আগে ‘খেলা হবে’ স্লোগানকেই হাতিয়ার করেছিল তৃণমূল। বিপুল ভোটে জয়লাভের পর ১৬ আগস্ট দিনটিকে ‘খেলা হবে’ দিবস হিসাবে পালন করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বাংলার পাশাপাশি ত্রিপুরাতেও পালিত হচ্ছে বিশেষ দিনটি। তারই মাঝে ইকো পার্কে একেবারে ভিন্ন মেজাজে ধরা দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রাতঃভ্রমণের পর খেললেন ফুটবল।

Advertisement

প্রায় প্রতিদিন সকালে ইকো পার্কে (Eco Park) শরীরচর্চা করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ‘খেলা হবে’ দিবসকে পালটা খোঁচা দিয়ে এদিন তিনি বলেন, “বাকিরা ডায়লগ দেয়। আমি গোল দিই।” ছোটবেলা নিয়ে বেশ নস্ট্যালজিক হয়ে পড়েন তিনি। তবে তা সত্ত্বেও শাসকদল তৃণমূলকে (TMC) বিঁধতে ভোলেননি। বিজেপি রাজ্য সভাপতি বলেন, “আমরা ছোটবেলা থেকে ফুটবল (Football) খেলছি। কখনও কাদার উপর বাতাবি লেবু আবার কখনও প্লাস্টিক দিয়ে বেঁধে খেলতাম। ওরা খেলাকে রাজনীতি ও হিংসার পর্যায়ে নিয়ে গিয়েছে। সিন্ডিকেট, কাটমানির খেলায় নিয়ে গিয়েছে। আমরা চাই ফুটবল খেলা হোক। নতুন প্রজন্ম শরীরচর্চা করুক। বাংলার সম্মান আরও বাড়ুক। ফুটবল খেলছি। গতকাল ক্রিকেটও (Cricket) খেলেছি। কিছু না কিছু রোজ করি।”

[আরও পড়ুন: Entally teenager murder: খুনের তদন্তে NRS থেকে পামার বাজারের ‘রুটম্যাপ’ তৈরি করল পুলিশ]

স্বাধীনতা দিবসে (Independence Day 2021) বিকেলে রাজভবনে চা চক্রে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষের কথা হয়। শরীরচর্চা করার অভ্যাসের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। নবান্নে (Nabanna) চায়ের আসরে আমন্ত্রণও করেন তিনি। এ প্রসঙ্গেও এদিন মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন, “কুশল বিনিময় হয়েছে। শরীরচর্চার বিষয়ে কথা হয়েছে। কী খাই, কতক্ষণ হাঁটি এসব কথা হয়েছে। উনি বলেছেন একদিন নবান্নে আসতে। আমি বলেছি যাব।”

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ফের চমক, New Market-এ সবজি বিক্রি করছেন Madan Mitra, দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement