রূপায়ণ গঙ্গোপাধ্যায়: শুধুমাত্র রাজ্য সরকার নয়, এবার দুর্গাপুজো (Durga Puja 2023) উদ্যোক্তাদের টাকা দেবে বঙ্গ বিজেপিও (BJP)! তবে রাজ্য়ের সব পুজোকে অনুদান নয়, ‘বিজেপি’র পুজোকে আর্থিক অনুদান দেবে গেরুয়া শিবির। ইতিমধ্যে ১ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। তার মধ্যে থেকে ৪২৫টি পুজো নির্বাচন করা হয়েছে। তবে সেই সংখ্যাটা আরও বাড়বে বলে গেরুয়া সূত্রে খবর।
পদ্মশিবিরের সার্কুলার বলেছিল, নিজেরা পুজো করুন। বিজেপি কর্মীদের পুজো বলে এলাকায় পরিচিত পাক। দরকারে বিজেপি অর্থসাহায্য করবে। তাই বিজেপির ৪৫ সাংগঠনিক জেলার কাছ থেকে আবেদন চাওয়া হয়। সেখান থেকে প্রায় হাজারের উপর আবেদন জমা পরেছে । তার থেকে আপাতত ৪২৫টি পুজোকে বাছা হয়েছে। এদের টাকা দেওয়া হবে। কেউ পাবে ৩০ হাজার টাকা, কেউ পাবে ৫০ হাজার টাকা, কেউ ৮০ হাজার টাকা পাচ্ছে। ১ লক্ষ বা তার বেশি টাকা দেওয়া হচ্ছে কয়েকটি পুজো মণ্ডপকে।
[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় হাতে নয়া তথ্য, সত্যতা যাচাইয়ে পার্থকে জেলে জেরা সিবিআইয়ের]
শিয়রে লোকসভা ভোট। তার আগে পুজো এবার বিজেপির কাছে জনসংযোগের বড় হাতিয়ার। জেলায়-জেলায়, মণ্ডলে-মণ্ডলে কর্মীদের পুজো সঙ্গে যুক্ত হতে নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ নেতৃত্বের তরফে। এমন অবস্থায় স্বয়ং অমিত শাহ আসছেন পুজো উদ্ধোধনে । শোনা যাচ্ছে সপ্তমীতে জে পি নাড্ডা বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরবেন। আসলে এই জনসংযোগের মাধ্যমে বাঙালির ভাবাবেগকে ধরতে চাইছে বিজেপি। কারণ সামনেই লোকসভা ভোট।