সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০তম জন্মদিন উপলক্ষে ‘সেবা সপ্তাহ’ (Seva Saptah) পালন করবে বিজেপি। করোনা আবহে বড় কোনও জমায়েত বা মেগা সেলিব্রেশন এড়াতে এই ‘সেবা সপ্তাহের’ পরিকল্পনা করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর ৭০ বছর পূর্ণ করবেন মোদি (Narendra Modi)। তার তিনদিন আগে থেকে অর্থাৎ ১৪ সেপ্টেম্বর থেকেই সেবা সপ্তাহ শুরু হয়ে যাবে। চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।
বিজেপি (BJP) সূত্রের খবর, করোনা আবহে কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, নানারকম সামাজিক কার্যকলাপের মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করতে। গোটা সপ্তাহ দেশের প্রতিটি প্রান্তে সেবামূলক কাজে যুক্ত হবেন গেরুয়া শিবিরের কর্মীরা। খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) সমস্ত পরিকল্পনা করেছেন। দলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক অরুণ মিশ্র ইতিমধ্যেই সমস্ত রাজ্য সভাপতির কাছে সেবা সপ্তাহ পালনের নির্দেশিকা পাঠিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর।
[আরও পড়ুন: লাভ জেহাদ রুখতে প্রশাসনকে কড়া পদক্ষেপ করার নির্দেশ যোগী আদিত্যনাথের]
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেহেতু ৭০ বছর পূরণ করছেন, তাই এই কর্মসূচির থিমও রাখা হয়েছে ‘সত্তর’। বিজেপি কর্মীদের যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেগুলি হল
- দলের প্রতিটি মণ্ডলে ৭০ জন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে সহযোগিতা করা।
- মণ্ডলপিছু ৭০ জন আংশিক দৃষ্টিহীনের জন্য চশমার ব্যবস্থা করা।
- ৭০টি করোনা হাসপাতাল এবং গরিব কলোনিতে খাদ্য এবং ফল বিতরণ করা।
৭০ জন করোনা রোগীর জন্য প্লাজমার ব্যবস্থা করা। - প্রত্যেক জেলায় ৭০টি গ্রামে স্বচ্ছতা অভিযান।
- জেলায় ৭০টি গুরুত্বপূর্ণ স্থানে আলাদা করে স্বচ্ছতা অভিযান
- বড় রাজ্যগুলিতে অন্তত ৭০টি করে রক্তদান শিবির। এবং ছোট রাজ্যে প্রতি জেলায় একটি করে রক্তদান শিবির।
[আরও পড়ুন: আনলক ফোরে কী কী খুলছে, কোথায় ছাড়, জানুন কেন্দ্রের গাইডলাইন]
তবে এসবের পাশে দলীয় কর্মসুচিও থাকছে। এবারে যেহেতু মোদি সরকারের কাজ কর্মের খতিয়ান তুলে ধরার জন্য বড় সভার আয়োজন সম্ভব নয়, তাই সোশ্যাল মিডিয়ায় সরকারের ৭০টি ভাল কাজের প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও লিফলেট বিলি, পোস্টার এসবেরও ব্যবস্থা করতে বলা হয়েছে।
The post করোনা আবহেই মোদির ৭০তম জন্মদিন, ‘সেবা সপ্তাহ’ হিসাবে পালন করবে বিজেপি appeared first on Sangbad Pratidin.