রূপায়ণ গঙ্গোপাধ্যায়: জনসংযোগ করতে রাজ্য বা জেলা নেতারা বুথে বুথে আদৌ যাচ্ছেন কিনা বা কোন এলাকায় গিয়েছেন তা জানতে আমজনতার থেকে মিসড কলেই বুঝে নেবেন বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতৃত্ব। লোকসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপিতে ফাঁকিবাজি ও জল মেশানো রিপোর্ট যাতে আটকানো যায় সেজন্য নেতারা এলাকায় ঘুরছে কি না তা জেনে নেবেন শীর্ষ নেতৃত্ব।
লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) আগে বুথ সংগঠন মজবুত করাই লক্ষ্য বঙ্গ বিজেপির। এখনও পর্যন্ত অর্ধেক বুথেই কমিটি হয়নি। রাজ্য নেতারা দাবি করলেও সব কিছু ঠিকঠাক যে হচ্ছে না তা দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকরা বুঝতে পেরেছেন। তাই বুথ সংগঠন মজবুত করতে বিধানসভা ভিত্তিক প্রবাস কর্মসূচি শুরু হচ্ছে।
[আরও পড়ুন: উপনির্বাচনে ধূপগুড়িতে উৎসবের মেজাজ, বিক্ষিপ্ত অভিযোগ ছাড়া শান্তিপূর্ণ ভোট]
কেন্দ্রীয়ভাবে নির্দেশ দেওয়া হয়েছে বাড়ি বাড়ি গিয়ে নির্দিষ্ট একটি ফোন নম্বর সাধারণ মানুষকে দিতে হবে। ওই নম্বরে মিসড কল দিতে অনুরোধ করা হবে আম জনতাকে। এই মোবাইল নম্বরটি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে। কোন এলাকা থেকে মিসড কল আসছে তার মাধ্যমেই বোঝা যাবে সেই এলাকায় আদৌ নেতারা পৌঁছেছেন কিনা। এবং কে কে যাচ্ছেন না। এই মিসড কলের মধ্যে দিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতেও চাইছেন লোকসভা কেন্দ্রের মানুষের আগ্ৰহ কতটা বিজেপি সম্পর্কে।
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সত্ত্বেও অবস্থানে অনড় রাজ্যপাল, মধ্যরাতে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ]
লোকসভায় রাজ্য ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহরা। কিন্তু বাস্তবে যে বিজেপি সেই লক্ষ্যের ধারেকাছে নেই। সেটা জানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও। তাই রাজ্যের পাঠানো জল মেশানো রিপোর্টে ভরসা না রেখে নিজেরাই পরীক্ষা করে দেখচ্ছেন, নেতারা ‘হোমটাস্ক’ করছেন কিনা।