shono
Advertisement

যারা অস্ত্র নিয়ে মিছিল করে, তাদের হাতে এখন রাখি! বিজেপিকে তীব্র কটাক্ষ পার্থর

বিজেপি রাখিবন্ধন উৎসবের মানে বোঝে? প্রশ্ন তোলেন পার্থ৷ The post যারা অস্ত্র নিয়ে মিছিল করে, তাদের হাতে এখন রাখি! বিজেপিকে তীব্র কটাক্ষ পার্থর appeared first on Sangbad Pratidin.
Posted: 04:30 PM Aug 26, 2018Updated: 05:00 PM Aug 26, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাখিবন্ধন ও পঞ্চায়েতে কংগ্রেস-বিজেপি এবং বামেদের অলিখিত জোটকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ রবিবার সাংবাদিক বৈঠক করে বিরোধীদের একহাত নেন পার্থ৷ বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল মহাসচিবের মন্তব্য, ‘‘এ রাজ্যে যাঁরা অস্ত্র নিয়ে মিছিল করে, তাদের হাতে এখন রাখি৷’’ বিজেপি রাখিবন্ধন উৎসবের মানে বোঝে? প্রশ্ন তোলেন পার্থ৷ তৃণমূলকে রুখতে গ্রাম-পঞ্চায়েতে কংগ্রেস-বিজেপি ও বামেদের জোট প্রসঙ্গ তুলে বলেন, ‘‘ওরা সবাই এক৷ আগেও অনেকবার বলেছি৷ এবার পঞ্চায়েতে জোট করে সেটাই প্রমাণ দিল৷’’

Advertisement

[রোগীমৃত্যুকে কেন্দ্র করে এনআরএসে ধুন্ধুমার, ব্যাহত জরুরি বিভাগের পরিষেবা]

সম্প্রতি সংবাদমাধ্যমে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ দাবি করেন, তৃণমূলকে রুখতে যে কোনও পথ অবলম্বন করতে পারে গেরুয়া শিবির৷ পঞ্চায়েতে বোর্ড গঠনের  স্বার্থে প্রয়োজনে বাম-কংগ্রেসের সঙ্গেও জোট করবে বিজেপি৷ তবে, নীতিগত কারণে বামাদের তরফে নীচুতলার কর্মীদের তৃণমূল কিংবা বিজেপির হাত ধরে পঞ্চায়েত গঠন না করার নির্দেশ জারি করা হয়েছে৷ কিন্তু, নেতৃত্বের নির্দেশ পাত্তা না দিয়ে বিরোধী বিজেপির হাত ধরে একাধিক পঞ্চায়েতে গঠনের তোড়জোড় শুরু করেছেন নীচুতলার বাম কর্মীরা৷

[শহরে প্রথম ‘মোমো’-র হাতছানি, পুলিশের দ্বারস্থ আতঙ্কিত তরুণী]

বোর্ড গঠনের স্বার্থে দলীয় নীতি-আদর্শ জলাঞ্জলী দিয়ে বিরোধীদের এহেন কাণ্ড-কারখানা দেখে চূড়ান্ত শ্লেষ প্রকাশ করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ বলেন, ‘‘বিজেপি-সিপিএম-কংগ্রেস ভাই-ভাই৷ ওরা আদতে এক৷ বাইরে লড়াই করলেও সময় হলেই ওরা একে অপরের সঙ্গে মিশে যায়৷ ওদের নীতি-আদর্শ বলে কিছুই নেই৷’’ পঞ্চায়েতে তৃণমূলের জয়ী প্রার্থীদের মুচলেকা লিখিয়ে নেওয়া হচ্ছে বলে যে অভিযোগ উঠতে তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থবাবুর মন্তব্য, ‘‘আমরা কী প্রদেশ কংগ্রেস৷ বিধায়কদের এক টাকার স্ট্যাম্প পেপারে লিখিয়ে নেব যে তাঁরা দলবদল করতে পারবেন না৷ এত লিখিয়েই কি হল বলুন তো? বেশিরভাগ বিধায়ক তো আমাদের দলে নাম লিখিয়েছে৷’’ পঞ্চায়েতে জয়ী প্রার্থীদের নিয়ন্ত্রণ করা কঠিন বলেও মন্তব্য করেন৷ বলেন, ‘‘পঞ্চায়তের প্রায় ৭০ হাজার প্রার্থী রয়েছেন৷ তাঁদের কী আর সেভাবে নিয়ন্ত্রণ করা যায়৷ তবে, তাঁরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে অনুপ্রাণিত৷’’

[প্রবীণ বিজেপি নেতাদের স্মৃতিতে ভাসলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু]

এদিন বিজেপির রাখিবন্ধন প্রসঙ্গেও কটাক্ষ করেন তিনি৷ বলেন, ‘যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, মানুষের মধ্যে ধর্মের বিভাজন ঘটানোই যাদের কাজ, তারা না কী রাখিবন্ধন উৎসবে মাতবে? বিজেপি রাখি উৎসবের মানে জানে? রামনবমীর নামে যে দল অস্ত্র মিছিল করে, তাদের হাতে আর যায় হোক, রাখি শোভা পায় না৷’’

The post যারা অস্ত্র নিয়ে মিছিল করে, তাদের হাতে এখন রাখি! বিজেপিকে তীব্র কটাক্ষ পার্থর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement