সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দিল্লিতে ‘অপারেশন লোটাস ২.০’ চালাচ্ছে বিজেপি (BJP)। এমনই গুরুতর অভিযোগ করেছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এবার দিল্লির মুখ্যমন্ত্রী দাবি করলেন, তাঁদের গেরুয়া শিবিরে যোগ দিতে বলা হচ্ছে। কিন্তু তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বিজেপির সামনে কোনওভাবেই মাথানত করবেন না।
রবিবার রাজধানীর দুটি স্কুলের শিলান্যাসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফের বিজেপি তথা মোদি সরকারের বিরুদ্ধে বিষোদগার করেন কেজরি। বলে দেন, “বিজেপি চায় আমরা ওদের দলের যোগ দিই। কিন্তু আমরা নতজানু হব না। মণীশ সিসোদিয়া নতুন নতুন স্কুল তৈরি করছে বলে ওকে জেলে ভরে দিয়েছে। স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলছিল বলে সত্যেন্দ্র জৈনকে জেলে ভরেছে। কিন্তু ওরা যদি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকেও জেলে ঢোকায়, তাহলেও এই স্কুল, স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার কাজ, দিল্লিবাসীকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা বন্ধ করতে পারবে না।” ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কেন্দ্র নিজেদের মতো করে কাজে লাগাচ্ছে বলেও অভিযোগ করেন আপ সুপ্রিমো।
[আরও পড়ুন: দিনভর নিখোঁজ থাকার পর তৃণমূল নেতার দেহ উদ্ধার, কাঠগড়ায় বিজেপি, উত্তাল মালবাজার]
সম্প্রতি কেজরি অভিযোগ করেছিলেন, বিজেপি ৭ জন আপ বিধায়ককে ২৫ কোটি টাকার ‘লোভ’ দেখাচ্ছে। উদ্দেশ্য, কেজরিওয়াল সরকারকে ফেলে দেওয়া। যদিও এহেন অভিযোগ উড়িয়ে দেয় পদ্মশিবির। তবে এই সংক্রান্ত তদন্তে যোগ দেওয়ার নির্দেশ দিয়ে তাঁকে নোটিস পাঠায় দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। কোন ভিত্তিতে এহেন অভিযোগ তোলা হল, তা জানতে চাওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর থেকে। তবে নিজের অবস্থানে অনড় আপ সুপ্রিমো সাফ জানিয়ে দিলেন, অর্থের প্রলোভন দেখিয়ে তাঁদের দলে নেওয়া যাবে না।