shono
Advertisement

‘মন কি বাতে’ উত্তরপ্রদেশের থেকেও ভাল পারফরম্যান্স! বঙ্গ বিজেপির রিপোর্টে থ কেন্দ্রীয় নেতারাও

রিপোর্টে জল মেশানো হচ্ছে কি? প্রশ্ন উঠছে বিজেপির অন্দরেই।
Posted: 12:51 PM May 04, 2023Updated: 12:51 PM May 04, 2023

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রাজ‌্য বিজেপির রিপোর্টে কেন্দ্রীয় নেতারা অবাক। রিপোর্টে ‘জল মেশাতে’ গিয়ে একেবারে উত্তরপ্রদেশের থেকেও কি ভাল পারফরম‌্যান্স বঙ্গ বিজেপির! সৌজন্যে মোদির (Narendra Modi) শততম মন কি বাত। প্রশ্ন উঠেছে দলের অন্দরেই।

Advertisement

দেশের মধ্যে ‘মন কি বাত’ অনুষ্ঠান আয়োজক বুথের সংখ্যার ভিত্তিতে পশ্চিমবঙ্গ রয়েছে সপ্তম স্থানে। উত্তরপ্রদেশ (UP) এক ধাপ পিছিয়ে অষ্টম স্থানে রয়েছে। বঙ্গ বিজেপির রিপোর্ট অনুযায়ী, প্রায় ৬০ হাজার বুথে তারা এই মন কি বাত (Maan Ki Baat) কর্মসূচি পৌঁছে দিতে পেরেছে। ৬০ হাজার বুথে যখন সংগঠনই নেই, তখন মন কি বাত কী করে অনুষ্ঠিত হল সংগঠন বা কমিটিহীন বুথে? সেটা নিয়ে সংশয় ও প্রশ্ন রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে।

[আরও পড়ুন: অগ্নিগর্ভ মণিপুর, দফায় দফায় সংঘর্ষ, বন্ধ ইন্টারনেট! মোদির কাছে সাহায্যের আরজি মেরি কমের]

তাই বাংলার ২৯৪টি বিধানসভা কেন্দ্রের সংগঠনের প্রকৃত অবস্থা এবার বুঝে নিতে চান কেন্দ্রীয় নেতারা। দলের রাজ‌্য পর্যবেক্ষক সুনীল বনসল থেকে মঙ্গল পাণ্ডেরাও (Mangal Pandey) একাধিক লোকসভা কেন্দ্রে যাবেন। রাজ‌্য বিজেপির (BJP) জল মেশানো রিপোর্টের উপর তাঁরা ভরসা করতে চান না। সূত্রের খবর, তাই বর্তমান ক্ষমতাসীন শিবিরের ঘনিষ্ঠ নেতাদের উপর শুধু নির্ভর না করে পুরনো নেতৃত্বকেও বিভিন্ন লোকসভা কেন্দ্রের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: কনস্টেবল এবং তাঁর দাদা মিলে তরুণীকে গণধর্ষণ! ফের যোগীরাজ্যে মুখ পুড়ল পুলিশের]

বুথ কমিটির রিপোর্ট সত‌্য না কি জল মেশানো রয়েছে তা নিয়ে সম্প্রতি দলের এক ভারচুয়াল বৈঠকেও সংশয় প্রকাশ করেছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা মঙ্গল পাণ্ডে। দিল্লিকে রাজ‌্য বিজেপির তরফে বিভিন্ন ক্ষেত্রে সাংগঠনিক বিষয় নিয়ে একাধিকবার জল মেশানো রিপোর্ট দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement