shono
Advertisement

তৃণমূলের আগে প্রার্থী ঘোষণা নয়, শাসকদলের মোকাবিলায় নয়া কৌশল বিজেপির

বিজেপির টার্গেটে শাসকদলের একাধিক নেতা-মন্ত্রী-সাংসদ৷ The post তৃণমূলের আগে প্রার্থী ঘোষণা নয়, শাসকদলের মোকাবিলায় নয়া কৌশল বিজেপির appeared first on Sangbad Pratidin.
Posted: 09:20 PM Mar 05, 2019Updated: 10:23 PM Mar 05, 2019

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: লোকসভা নির্বাচনে এরাজ্যের প্রার্থী তালিকা ঘোষণা করা নিয়ে কোনওরকম তাড়াহুড়ো করতে নারাজ বিজেপি৷ সূত্রের খবর, এবিষয়ে তৃণমূল কংগ্রেসের দিকে নজর রাখছে গেরুয়া শিবির৷ অর্থাৎ শাসকদল প্রার্থী তালিকা ঘোষণা না করা পর্যন্ত নিজেদের লোকসভার প্রার্থী তালিকা ঘোষণা করবে না বিজেপি৷ ফলে দোলের আগে গেরুয়া শিবির তাঁদের আস্তিনের তাস প্রকাশ্যে আনবে না বলেই রাজ্যে বিজেপি সূত্রে খবর৷

Advertisement

[শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনাতেও মিলল না সমাধান সূত্র, চলবে এসএসসি প্রার্থীদের অনশন]

জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের কোন কোন প্রার্থী এবার টিকিট পাবে না, সেদিকে কড়া নজর রাখছে গেরুয়া শিবির৷ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরই, সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করবে পদ্ম শিবির৷ এবং তাঁদের মধ্যে থেকে কাউকে কাউকে দলে যোগদান করিয়ে প্রার্থী করা হতে পারে লোকসভা নির্বাচনে৷ সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, একদা শাসক ঘনিষ্ঠ আইপিএস ভারতী ঘোষ ও তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি শঙ্কুদেব পণ্ডা৷ এদের দলে নেওয়া নিয়ে রাজ্য বিজেপির একাংশের ক্ষোভ থাকলেও, দল বাড়াতে কর্মীদের মন বড় করার বার্তা দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়৷ সাম্প্রতিক একটি কর্মসূচিতে হাজির থেকে কৈলাস স্পষ্ট ভাষায় জানান, তৃণমূল কংগ্রেসকে ভেঙেই এরাজ্যে ভীত শক্ত করবে বিজেপি৷ শাসকদল এক সময় যেভাবে অন্যদলকে ভাঙাত, সেভাবেই এবার শাসকদলে ফাঁটল ধরাবে বিজেপি৷

[ঝগড়া এখনও মেটেনি, ভারতীকে পাশে বসিয়ে কেন এমন বললেন দিলীপ?]

সূত্রের খবর সৌমিত্র খাঁ থেকে শুরু করে ভারতী ঘোষ, সকলকেই আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী করবে গেরুয়া শিবির৷ বিষ্ণুপুর থেকে লড়তে পারেন সৌমিত্র এবং ভারতী ঘাটাল থেকে প্রার্থী হবেন৷ সূত্রের খবর, বর্তমানে তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী-সাংসদের সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন মুকুল রায়৷ শীঘ্রই বিজেপিতে যোগদান করতে পারেন তৃণমূল থেকে বহিষ্কৃত বোলপুরের সাংসদ অনুপম হাঁজরা৷ এবং কোচবিহারের তৃণমূল সাংসদ পার্থপ্রতিম রায়৷

The post তৃণমূলের আগে প্রার্থী ঘোষণা নয়, শাসকদলের মোকাবিলায় নয়া কৌশল বিজেপির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement