রূপায়ণ গঙ্গোপাধ্যায়: আর জি কর ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার করে লাগাতার আন্দোলন করতে চাইছে বিরোধী বিজেপি ও সিপিএম। ধরনা কর্মসূচির পাশাপাশি স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিল বিজেপি। আর জি কর হাসপাতালের তরুনী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলনের ঝাঁজ বাড়িয়ে ২০ থেকে ২৩ আগস্ট পর্যন্ত কর্মসূচি ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার সুকান্ত জানান, দোষীদের শাস্তি ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চলবে। ধরনার অনুমতি চেয়ে সোমবার আদালতে যাচ্ছে বিজেপি।
শুক্রবার শ্যামবাজারের বিজেপির ধরনা কর্মসূচিতে বাধা দিয়েছিল পুলিশ। মঞ্চ খুলে দেওয়া হয়। তাই এবার আদালতের অনুমতি নিয়ে ধরনায় বসার প্রস্তুতি নিচ্ছে বঙ্গ বিজেপি। ২০ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত ধরনা চলবে। ২২ আগস্ট স্বাস্থ্যভবন ঘেরাও হবে। কর্মসূচিগুলোতে বিভিন্ন সময়ে থাকবেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী-সহ রাজ্য নেতারা। সুকান্তর বক্তব্য, "স্বাস্থ্য ঘুঘুর বাসা। আমরাও বিচার চাই। অবিলম্বে আসল অপরাধীদের গ্রেপ্তার করা হোক। সিবিআইকে বলব, পুলিশ এবং আরজিকর প্রশাসনের কর্তাদের মধ্যে টেলিফোনিক কথাবার্তায় নজর দিতে।"
[আরও পড়ুন: RG Kar: ‘বাঙালি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারাচ্ছি’, কড়া প্রতিক্রিয়া মিঠুনের]
সোমবার রাজ্যজুড়ে নারী নিরাপত্তাকে সামনে রেখে রাখিবন্ধন কর্মসূচি পালন করবে বিজেপি। কলকাতার ১৫টি জায়গায় এই কর্মসূচি করবে মহিলা মোর্চা। আর জি কর ইস্যুতে সোশাল মিডিয়ায় মন্তব্যের জন্য বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় কে তলব করেছে লালবাজার। সেই প্রসঙ্গে সুকান্ত মজুমদার এদিন বলেন, "লকেট-সহ আমাদের যাদের নোটিশ পাঠানো হচ্ছে, তাঁরা লালবাজারে যাবে না। অন্য কেউ যদি আমাদের তরফে আইনি সহায়তা চান আমরা দিতে প্রস্তুত। আর জি কর ইস্যুতে লড়াই চালিয়ে যান।"