সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রীতিমতো আড়ম্বরের সঙ্গে সোমবার জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে ৪৪ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। তবে প্রার্থী তালিকা প্রকাশ করার কয়েক ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করে ১৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি সূত্রের খবর, তালিকায় বেশ কিছু ভুলভ্রান্তি থাকায় পুরনো তালিকা প্রত্যাহার করে নয়া তালিকা প্রকাশ করা হয়েছে।
২০১৯ সালে বিশেষ মর্যাদা হারানো ও জম্মু ও কাশ্মীর দু’ভাগে বিভক্ত হওয়ার পর এই প্রথম বিধানসভা নির্বাচন হতে চলেছে সেখানে। তিন দফায় জম্মু ও কাশ্মীরে ৯০ টি আসনে হতে চলেছে নির্বাচন। সেদিকে নজর রেখে দফায় দফায় বৈঠকের পর সোমবার ৪৪টি আসনে প্রার্থী ঘোষণা করে বিজেপি। যেখানে প্রথম দফার ১৫ আসন, দ্বিতীয় দফার ১০ আসন এবং তৃতীয় দফার ১৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। যেখানে দেখা যায় ৪৪ প্রার্থীর মধ্যে ১৪ জন মুসলিমকে টিকিট দেওয়া হয়। যার মধ্যে ৮ জনকে প্রার্থী করা হয় জম্মুর মুসলিম সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রগুলিতে।
[আরও পড়ুন: নবান্ন অভিযান নিয়ে সতর্ক প্রশাসন, কাল অশান্তি এড়াতে পথে ৪ হাজার পুলিশ]
এছাড়াও কাশ্মীরের দুটি কেন্দ্রে দুই কাশ্মীরী পণ্ডিতকে টিকিট দেয় গেরুয়া শিবির। যারা হলেন, হাব্বাকাদল কেন্দ্রে অশোক ভাট ও পূর্ব অনন্তনাগে বীর সারাফ। একজন মহিলা ও দলিতকে টিকিট দেওয়া হয় বিজেপির তরফে। আপাতদৃষ্টিতে সব কিছু ঠিকঠাক থাকলেও তালিকা প্রকাশের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সেই তালিকা প্রত্যাহার করে নেয় গেরুয়া শিবির। এর পর শুধুমাত্র প্রথমদফার নির্বাচনের জন্য যে ১৫ আসনের তালিকা ঘোষণা করা হয়েছিল সেটাই পুনরায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
[আরও পড়ুন: হাসপাতালেই চিকিৎসককে সপাটে চড় মদ্যপ রোগী ও পরিজনের! ফের প্রশ্নের মুখে নিরাপত্তা]
উল্লেখ্য, ৯০ আসনের জম্মু ও কাশ্মীর বিধানসভায় কাশ্মীরে রয়েছে ৪৭টি আসন বাকি ৪৩টি আসন রয়েছে জম্মুতে। আগামী ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর ও ১ অক্টোবর মোট ৩ দফায় নির্বাচন হবে এখানে। ৪ অক্টোবর হবে ভোট গণনা। জম্মু ও কাশ্মীরে শেষবার বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। সেই নির্বাচনে ২৫টি আসনে জয় পায় বিজেপি, ২৮টি আসন জেতে পিডিপি, ন্যাশনাল কনফারেন্স ১৫টি এবং কংগ্রেস ১২টি আসন জেতে। বিজেপি ও পিডিপি জোট বেঁধে সরকার গঠন করে। তবে শেষ পর্যন্ত সেই জোটের পরিণতি দেখেছে দেশ। এবারের নির্বাচনে ইতিমধ্যেই জোট ঘোষণা করেছে এনসি ও কংগ্রেস। অন্যদিকে, আলাদাভাবে লড়াইয়ে নামতে চলেছে বিজেপি ও পিডিপি।