shono
Advertisement

Breaking News

অভিনব প্রতিবাদ গোবরডাঙায়, জমা জলে বসে নোংরা জলেই স্নান বিজেপি কর্মীর!

নাটকের রাজনীতি, কটাক্ষ তৃণমূলের।
Posted: 05:08 PM Sep 26, 2023Updated: 07:04 PM Sep 26, 2023

অর্ণব দাস, বারাসত: একদিকে ডেঙ্গুর চোখরাঙানি, অন্যদিকে জল যন্ত্রণায় জেরবার গোবরডাঙ্গার বাসিন্দা। বারবার অবিযোগ জানিয়ে কোনও লাভ হয়নি। তাই এবার অভিনব কায়দায় প্রতিবাদ করলেন এক বিজেপি কর্মী। রাস্তার নোংরা জলে বসে মগে করে সেই জল গায়ে ঢেলে স্নান করলেন তিনি। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা পুরসভার দুনম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লি এলাকায় জল জমে রয়েছে। যার জেরে জেরবার অন্তত ৪০টি পরিবার। জল যন্ত্রণায় এলাকা ছাড়া বেশ কিছু পরিবার। ইতিমধ্যে সেখানে সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় অনেকেরই জ্বর হয়েছে। বারবার অভিযোগ জানিয়েও লাভ হয়নি। কাউন্সিলর থেকে পুর প্রতিনিধি কারওরই দেখা মিলছে না। এমনকী, মশাদমনের স্প্রেও করা হচ্ছে না। তাই এদিন স্থানীয় বাসিন্দাদের প্রতিনিধি হিসেবে প্রতিবাদের অভিনব পথ বেছে নিলেন গত পুর ভোটে পরাজিত বিজেপি প্রার্থী রীপন কুমার। নোংরা জলে স্নান করলেন তিনি।

[আরও পড়ুন: Abhishek Banerjee: চাকরিপ্রার্থীদের মিছিল যাবে অভিষেকের অফিস ঘেঁষেই, আদালতে খারিজ রাজ্যের আরজি]

ওয়ার্ডের প্রাক্তন সিপিএম কাউন্সিলর বাবু দাস জানিয়েছেন, এলাকায় প্রোমোটার রাজ বেড়েছে। জমি ভরাট হচ্ছে। ফলে এই জলমগ্ন পরিস্থিতি তৈরি হচ্ছে। একই অভিযোগ বিজেপির স্থানীয় নেতৃত্বেরও। যদিও পুরসভার পুরপ্রধান শংকর দত্ত জানান,”অপরিকল্পিত পয়ঃপ্রণালি ব্যবস্থা। বিজেপির লোক দেখানো নোংরা রাজনীতি করছে। নাটক করছে। সেইসব দেখার সময় আমাদের নেই।”

 

[আরও পড়ুন: Dengue: ডেঙ্গুতে ফের মৃত্যু কলকাতায়, শুধু একটি বরোতেই তিনদিনে প্রাণ গেল তিনজনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার