shono
Advertisement

অমিত শাহের সভার দিন বিজেপিকে আটকালে সংঘর্ষ হবে, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

রাজ্য সরকারের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা রাজ্য বিজেপির সভাপতির৷ The post অমিত শাহের সভার দিন বিজেপিকে আটকালে সংঘর্ষ হবে, হুঁশিয়ারি দিলীপ ঘোষের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:26 PM Aug 10, 2018Updated: 08:11 PM Aug 10, 2018

রূপায়ন গঙ্গোপাধ্যায়: অমিত শাহের জনসভার আগে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ৷ শনিবার সাংবাদিক বৈঠক করে প্রশাসনের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেন রাজ্য বিজেপি সভাপতি৷ বলেন, ‘‘রবিবার পথ অবরোধ করে বিজেপিকে আটকানোর চেষ্টা হলে সংঘর্ষ হবে৷ তার দায় সরকারকে নিতে হবে৷ পরে বলবেন না, বিজেপি গুন্ডামি করছে৷’’ রবিবারের সভায় জন্য যদি শহর কলকাতায় যানজটের পরিস্থিতি তৈরি হয়, থমকে যায় রাজপথ তাহলে এই ঘটনার দায় বিজেপি নেবে না বলেও এদিন সাফ জানিয়ে দেন তিনি৷

Advertisement

[ডেঙ্গু মোকাবিলায় ৪ পুরসভাকে ‘রেড অ্যালার্ট’ স্বাস্থ্য দপ্তরের]

রবিবার গান্ধী মূর্তি চত্বরে জনসভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ সভা উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে৷ জনসভা সড়াতে ইতিমধ্যেই জেলে থেকে লোক আনানোর তোড়জোড় শুরু হয়েছে৷ মনে করা হচ্ছে, এদিন হাজার ৫০ কর্মী-সমর্থকের ভিড় জমতে পারে গান্ধী মূর্তি চত্বরে৷ ফলে, প্রশাসনিক ব্যস্ততাও শুরু হয়েছে৷

কলকাতা পুলিশের তরফে সভা সুষ্ঠুভাবে চালাতে সবরকম সহযোগিতা করা হলেও, রাজনীতির ময়দানে ঝড় তুলতে শুরু করেছে বিজেপি৷ অমিত শাহের সভার বদলের অভিযোগ তুলে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে হুমকি দেন দিলীপ৷ রবিবার সভাকে কেন্দ্র করে শহর অচল হলে, এর দায় বিজেপি নেবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি৷ সভায় যেতে বিজেপি কর্মীদের বাঁধা দিলে ‘সংঘর্ষ’ হবে বলেও জানান তিনি৷ বলেন, ‘‘এমনিই রাজ্যের সঙ্গে সংঘাত চলছে৷ রবিবার সভায় যেতে বাঁধা দিলে সংঘর্ষ হবে৷’’

[অমিত শাহের জনসভায় ড্রোনে নজরদারির অনুমতি দিল না পুলিশ]

এদিন নাম না করে অমিত শাহের সফর নিয়েও কটাক্ষ করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ বলেন, ‘‘রাজ্যের নেতাদের দৌড় শেষ৷ ফলে, দিল্লি থেকে নেতা ভাড়া করে আনা হচ্ছে৷’’ তৃণমূল সূত্রে খবর, দমদম বিমানবন্দর থেকে শুরু করে অমিত শাহের সভাস্থল পর্যন্ত বিভিন্ন এলাকায় কালো পতাকা হাতে উপস্থিত থাকবেন তৃণমূল কর্মীরা৷ কারণ, রবিবার গান্ধী মূর্তি চত্বরে সভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ ফলে, তাঁর এই সফরের বিরোধিতা করে পালটা কৌশল তৃণমূল শিবিরের৷

বাংলা দখলের স্বপ্ন নিয়ে বাংলা তাঁতিয়ে বেড়াচ্ছে গেরুয়া শিবির৷ ২০১৯-এর ক্ষমতা ধরে রাখতে গেলে বিজেপির নজর এখন উত্তর-পূর্ব ভারত৷ ফলে, মোদি বাহিনীর নজরে রয়েছে বাংলা৷ শক্ত ঘাসফুলের জমি চিড়ে পদ্ম ফোটানোর লক্ষ্য উঠেপড়ে লেগেছেন দিল্লির নেতারা৷ বাংলার রাজনীতিতে গেরুয়া রং ছড়াতে মোদি থেকে অমিত শাহদের লাগাতার সফরে চড়তে শুরু করে উত্তেজনার পাড়দ৷

[আগুন নিয়ে খেলছে কেন্দ্র, নাগরিকপঞ্জি ইস্যুতে বিস্ফোরক বিভাস]

The post অমিত শাহের সভার দিন বিজেপিকে আটকালে সংঘর্ষ হবে, হুঁশিয়ারি দিলীপ ঘোষের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement