shono
Advertisement

যাঁরা বিভ্রান্ত, তাঁরা বিভ্রান্তি ছড়ায়, সংগঠনে রদবদলের জল্পনা ওড়ালেন দিলীপ ঘোষ

কেন্দ্রীয় নেতাদের নির্দেশ পালনের লক্ষ্যে আগামী সোমবার বলরামপুর যাচ্ছেন রাজ্য সভাপতি৷ The post যাঁরা বিভ্রান্ত, তাঁরা বিভ্রান্তি ছড়ায়, সংগঠনে রদবদলের জল্পনা ওড়ালেন দিলীপ ঘোষ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:23 PM Jun 09, 2018Updated: 07:53 PM Jun 09, 2018

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: দলীয় সংগঠনে রদবদল নিয়ে জল্পনা কার্যত উড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ বাংলায় বিজেপি সভাপতি পরিবর্তন হতে পারে বলে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল৷ শনিবার, সেই জল্পনা উড়িয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘যাঁরা বিভ্রান্ত, তাঁরা বিভ্রান্তি ছড়ায়৷ চিল এ কান নিয়ে গিয়েছে, চিলের পিছনে ছোটার ইচ্ছা আমার নেই৷ তিন বছর সভাপতির মেয়াদ থাকে৷ আমি সফলভাবে শেষ করব এই আত্মবিশ্বাস আমার আছে৷’’

Advertisement

দিলীপ ঘোষের রাজ্য সভাপতির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে৷ বাংলায় দলের অগ্রগতি ও কাজে দিল্লির নেতারা খুশি বলে এদিন দাবি করেন দিলীপবাবু৷ যাঁরা বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাঁদের উদ্দেশ্য কটাক্ষও করেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ৷ এদিন সমস্ত জল্পনা উড়িয়ে দিলীপ ঘোষ দাবি করেন, ‘‘কেন্দ্রীয় নেতারা রাজ্যে ২২টি আসন টার্গেট নিয়ে লোকসভায় লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে৷ আমরা সেই দিকেই এগোচ্ছি৷’’ কেন্দ্রীয় নেতাদের নির্দেশ পালনের লক্ষ্যে আগামী সোমবার বলরামপুর যাচ্ছেন দিলীপ ঘোষ৷ মৃত কর্মীদের বাড়িতে যাবেন৷ বড় জনসভা হবে পুরুলিয়াতে৷

পুরুলিয়ায় বিজেপি কর্মী খুনের ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনীতির ময়দানে নেমে পড়েছে বিজেপি৷ জোড়া মৃত্যুর প্রতিবাদে সিবিআই তদন্তের দাবিও জানিয়েছেন রাজ্য বিজেপি নেতৃত্ব৷ বন্ধ-বিক্ষোভ-মিছিল করে দেশের সংবাদমাধ্যের আলো পাওয়ারও চেষ্টা করেছে বিজেপি৷ মূলত, কর্মী মৃত্যুর ইস্যুকে জিইয়ে রেখে ভোটের ময়দানে নামার প্রস্তুতি শুরু করছে বঙ্গ বিজেপি নেতৃত্ব৷

ভোট পরবর্তীর হিংসায় গত দুই সপ্তাহ উত্তপ্ত হয়ে ওঠে পুরুলিয়া৷ পরপর দুই বিজেপি কর্মীকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ তোলে বিজেপি৷ যদিও, পুলিশ বিজেপি তোলা অভিযোগ খারিজ করে সাফ জানিয়ে দিয়েছে, গোটা ঘটনাটি আত্মহত্যা৷ মেডিক্যাল রিপোর্টেও একই কথা জানানো হয়েছে৷

The post যাঁরা বিভ্রান্ত, তাঁরা বিভ্রান্তি ছড়ায়, সংগঠনে রদবদলের জল্পনা ওড়ালেন দিলীপ ঘোষ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement