shono
Advertisement

ব্যবহার করে ছুঁড়ে ফেলা হল, রাজীব কুমারের বদলি প্রসঙ্গে মন্তব্য দিলীপের

ভারতী ঘোষের সঙ্গে তুলনা টানলেন রাজ্য বিজেপির সভাপতি। The post ব্যবহার করে ছুঁড়ে ফেলা হল, রাজীব কুমারের বদলি প্রসঙ্গে মন্তব্য দিলীপের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:22 PM Feb 19, 2019Updated: 03:22 PM Feb 19, 2019

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রাজীব কুমারের ভবিষ্যত অন্ধকার। ভারতী ঘোষের মতোই তাঁকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়া হল। কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে রাজীব কুমারের বদলি প্রসঙ্গ মঙ্গলবার এমনই মন্তব্য করলেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এদিন রাজারহাটের একটি পাঁচতারা হোটেলে রাজ্য বিজেপির নির্বাচনী বৈঠক হয়। সেই বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে এই কথা বলেন দিলীপ। তিনি বলেন, ‘রাজীব কুমারের বদলি ভারতী ঘোষের সেকেন্ড ভার্সন। তাঁর ভবিষ্যত এখন অন্ধকার। তাঁকে ভারতীর মতোই ব্যবহার করে ছুঁড়ে ফেলা হল।’ প্রসঙ্গত, কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে রাজীব কুমারকে বদলি করা হয়েছে এডিজি (সিআইডি) পদে। তাঁর জায়গায় নয়া কমিশনার হয়েছেন এডিজি (আইনশৃঙ্খলা) অনুজ শর্মা। এই রদবদলকে অন্য চোখে দেখছে রাজ্য বিজেপি তা এদিনের দিলীপের মন্তব্য থেকেই পরিষ্কার। তবে তিনি এও বলেছেন, রাজীব কুমারের বর্তমানে যা ভাবমূর্তি তাতে তিনি রাজ্যে কোনও পদেই সম্মানের সঙ্গে কাজ পারবেন বলে মনে হয় না।

Advertisement

বস্তুত, কৃষ্ণগঞ্জের বিধায়ক খুন ও বজবজের তৃণমূল কাউন্সিলরের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ ওঠাতেও এদিন তিনি সরব হন। তিনি বলেন, ‘তৃণমূলের বিধায়ক-নেতারা খুন হলেই বিজেপির বিরুদ্ধে অভিযোগ ওঠে। এটা নতুন কিছু নয়। কারও দোষ প্রমাণিত হলে দল ব্যবস্থা নেবে। বাকিটা পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’ উল্লেখ্য, এদিন রাজ্য বিজেপির নির্বাচন কমিটির বৈঠক হয় রাজারহাটে। লোকসভা নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে আজ প্রথম বৈঠক ছিল। প্রার্থী হতে চেয়ে বিভিন্ন আসনে একাধিক আবেদনপত্র জমা পড়েছে বলে বিজেপি সূত্রে খবর। এখনও পর্যন্ত ৫০০-র বেশি আবেদন জমা পড়েছে। বনগাঁ ও বারাসত আসনে সবচেয়ে বেশি আবেদন। আসানসোল কেন্দ্রেও প্রার্থী হতে চেয়ে একাধিক আবেদন এসেছে। প্রতি আসনের জন্য তিনটি করে নাম ঠিক করে রাজ্যের তরফে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হবে। নাম চূড়ান্ত করবেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। দলের রাজ্য পদাধিকারীরা প্রার্থী হতে চেয়ে কোনও আবেদন জমা দেয়নি। কারণ, রাজ্য নেতৃত্বের কারা প্রার্থী হবেন সেটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে। প্রার্থী হওয়ার ক্ষেত্রে আইনজীবী, চিকিৎসক-সহ বুদ্ধিজীবীদের বিশেষ প্রাধান্য দেওয়া হবে। আজ, রাজারহাটে রাজ্য বিজেপির নির্বাচন কমিটির বৈঠকে কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন, রাহুল সিনহা, দিলীপ ঘোষ, মুকুল রায়-সহ রাজ্যে দলের কোর কমিটির সদস্যরা ছিলেন।

The post ব্যবহার করে ছুঁড়ে ফেলা হল, রাজীব কুমারের বদলি প্রসঙ্গে মন্তব্য দিলীপের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement