shono
Advertisement

‘কেউ রথ আটকালে আগে মারুন, পরে পুলিশে দিন!’ ফের বেফাঁস মন্তব্য দিলীপের

নিরাপত্তার দায় রাজ্যের ঘাড়েই চাপালেন রাজ্য বিজেপি সভাপতি। The post ‘কেউ রথ আটকালে আগে মারুন, পরে পুলিশে দিন!’ ফের বেফাঁস মন্তব্য দিলীপের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:19 PM Nov 19, 2018Updated: 04:51 PM Nov 19, 2018

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রথযাত্রার প্রস্তুতি ঘিরে চূড়ান্ত তৎপরতা শুরু করল বঙ্গ বিজেপি৷ এবার সরাসরি রাজ্য প্রশাসনের ঘাড়ে দায় চাপিয়ে চ্যালেঞ্জ ছুঁড়লেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ পুলিশ অনুমতি দিক অথবা না দিক, রথযাত্রা হবেই, মন্তব্য করেন দিলীপ৷ দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করতে এদিন দিলীপের হুঁশিয়ারি, ‘‘এতদিন পুলিশের কথা আমরা শুনেছি৷ এইবার পুলিশকে আমাদের কথা শুনতে হবে৷’’

Advertisement

[নিউটাউন খুনে চাঞ্চল্যকর তথ্য, আগের দিন এলাকায় ঘুরে গিয়েছিল দুষ্কৃতীরা]

রাজ্য প্রশাসনের দিকে চ্যালেঞ্জ ছোঁড়ার পাশাপাশি বিজেপির জেলা সভাপতিদেরও কড়া বার্তা দেন দিলীপ ঘোষ৷ বলেন, ‘‘যাঁরা ভয়ে পিছিয়ে যাবেন, তাঁরা বাড়ি চলে যান৷ বাড়িতেই বসে থাকুন৷ লড়াই করতে পারলে সামনে থেকে লড়াই করুন৷ রথযাত্রা কর্মসূচিতে যাঁরা ঝামেলা করতে আসবে, তাঁদের ধরে মারুন৷ আগে মারবেন, তার পর তাঁকে পুলিশে দেবেন৷ দলের কিছু নেতা কাজ না করে ফেসবুক বিপ্লব করছেন৷ সেই নেতাদের বলছি, ফেসবুক বিপ্লব না করে মাঠে নামুন৷ কাজ করুন৷’’ সোমবার কলকাতার মাহেশ্বরী সদনে জেলা সভাপতিদের ডেকে কড়া ভাষায় ধমক দেন রাজ্য বিজেপি সভাপতি৷ দলের হয়ে কাজ না করলে পদ থেকে তাড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন খড়গপুরের বিধায়ক৷ তবে, রথযাত্রার প্রস্তুতি নিয়ে এদিনের এই বৈঠক ডাকা হলেও কার্যক্ষেত্রে ঘর সামাল দেওয়ার উপরই বেশি গুরুত্ব দিতে দেখা যায় দিলীর ঘোষকে৷

[লগ্নির নামে প্রতারণা, ৩৫ হাজার টাকা খোয়ালেন বৃদ্ধা]

এদিন বেলাগাম নেতাদের পায়ে বেড়ি পরাতে কড়া ভাষা ব্যবহার করেন রাজ্য বিজেপি সভাপতি৷ বলেন, ‘‘দলের মধ্যে অশান্তি-গন্ডগোল করা চলবে না৷ নেতৃত্বের নির্দেশ পালন না করলে তাঁদের দল থেকে বের করে দেওয়া হবে।’’ জেলা নেতাদের কড়া হুঁশিয়ারি দিয়ে  দিলীপের মন্তব্য, ‘‘লড়াই মাঠে শুরু হয়ে গিয়েছে৷ ভয় পেলে নেতৃত্ব ছেড়ে দিন৷ মার খেয়ে চুপ থাকলে চলবে না৷ প্রতিরোধ করুন৷’’ রবিবার হুগলির মশাটে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার প্রকাশ্য সমাবেশে মঞ্চ থেকেও একই ভাষায় হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ৷ বলেন, ‘‘সারা ভারতবর্ষে আমরা পালটে দিয়েছি, পশ্চিমবঙ্গেও পালটাব৷ আমরা গণতন্ত্রে বিশ্বাসী৷ আমরা মারপিট করি না৷ কিন্তু, কেউ আমাদের মারলে তার জবাব দেওয়ার ক্ষমতা রাখে বিজেপি৷’’ এদিনও রথযাত্রা কর্মসূচি উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের চাঙ্গা করতে দিলীপের মন্তব্য, ‘‘পালটা লড়াই শুরু করুন৷ তার জন্য দল আপনাদের সবরকম সহযোগিতা করবে৷ আগামী লোকসভা নির্বাচনে আমরা তৃণমূলের বিরুদ্ধে একাই লড়াই করব৷ তারই প্রস্তুতি শুরু করুন৷’’

[‘আমাকে, ছেলেকে পিটিয়েছে বউমা’, পুলিশে অভিযোগ বৃদ্ধার]

রবিবার এই জনসভা থেকে ফেরার পথেই হুগলিতে আক্রান্ত হন দিলীপ ঘোষ৷হামলার প্রতিবাদ জানিয়ে লালবাজার অভিযান-সহ রাজ্যজুড়ে চলছে বিজেপির অবস্থান বিক্ষোভ৷ এদিনের এই হামলার পর রাজ্য প্রশাসনের ঘাড়ে দায় চাপিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছে গেরুয়া শিবির৷ রথযাত্রা কর্মসূচিতে এই একই ধরনের হামলা রুখতে স্বরাষ্ট্রমন্ত্রকে নালিশ জানানোর চিন্তাভাবনাও শুরু করেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব৷

The post ‘কেউ রথ আটকালে আগে মারুন, পরে পুলিশে দিন!’ ফের বেফাঁস মন্তব্য দিলীপের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement