shono
Advertisement

‘সংসদে প্রতিনিধিত্ব করার মতো যোগ্য প্রার্থী নেই দলে’, স্বীকারোক্তি দিলীপ ঘোষের

‘নমিনেশনের পর হবে আসল অ্যাকশন’, হুঁশিয়ারি রাজ্য বিজেপি সভাপতির৷ The post ‘সংসদে প্রতিনিধিত্ব করার মতো যোগ্য প্রার্থী নেই দলে’, স্বীকারোক্তি দিলীপ ঘোষের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:21 PM Mar 15, 2019Updated: 04:21 PM Mar 15, 2019

রূপায়ন গঙ্গোপাধ্যায়: ‘পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার মতো সত্যিই আমাদের তেমন প্রার্থী নেই’৷ সাংবাদিক সম্মেলনে এমনই স্বীকারোক্তি শোনা গেল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মুখে৷ তিনি মেনে নিলেন, পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার মতো যোগ্য প্রার্থীর অভাব রয়েছে রাজ্য বিজেপিতে৷ আর সেকারণেই অন্য দল থেকে ভাঙিয়ে নিয়ে আসতে হচ্ছে৷ পাশাপাশি রাজ্যের শাসকদলকে চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, ‘নমিনেশনের পর হবে আসল অ্যাকশন’৷

Advertisement

[৪২ লোকসভা কেন্দ্রপিছু মিনি ইস্তাহার, ভাবনা বিজেপির]

বাংলাকে অতি স্পর্শকাতর ঘোষণার দাবিতে দিন কয়েক আগেই জাতীয় নির্বাচন কমিশনে গিয়েছিল বিজেপির প্রতিনিধি দল৷ যা নিয়ে বিজেপির তীব্র ভর্ৎসনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গেরুয়া শিবিরের এই দাবির সমালোচনা করে শুক্রবার ধরনাতেও বসেছে তৃণমূলের মহিলা সংগঠন৷ এদিন মুখ্যমন্ত্রীকে পালটা দেন দিলীপ ঘোষ৷ তিনি বলেন, ‘বিরোধী আসনে থাকার সময় বর্তমান মুখ্যমন্ত্রীও বাংলাকে স্পর্শকাতর ঘোষণার দাবি করেছিলেন৷ সেই চিঠি এখনও আমাদের কাছে রয়েছে৷ বিরোধী থাকার সময় উনি সবকিছুতেই সিবিআই তদন্ত চাইতেন৷ তবে আজ কেন ভয় পাচ্ছেন?’ রাজ্যের শাসকদলের সমালোচনা করে দিলীপ ঘোষ আরও বলেন, ‘মানুষের ভোটকে ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেকারণেই দুটো কর্পোরেশন ও বেশ কিছু পুরসভার ভোট পিছিয়ে দেওয়া হয়েছে৷ ডিসেম্বরে হওয়ার কথা থাকলেও তা এখনও হয়নি৷ মানুষের মতাধিকারকে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর বিরুদ্ধে এবার বাংলার মানুষ চাইছে ভোট হোক৷ অপমানের অজুহাত দিয়ে বাংলার মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ’

[ফের সিভিক ভলান্টিয়ারদের দাদাগিরি, আক্রান্ত মাছ ব্যবসায়ী ]

জানা গিয়েছে, মহিলা তৃণমূল কংগ্রেসের ধরনা কর্মসূচির পালটা ধরনায় কৌশল নিয়েছে বিজেপিও৷ গেরুয়া শিবিরের নেতাদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে রাজ্য সরকার৷ এই অভিযোগে শুক্রবার গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসতে চলেছে বিজেপির প্রাক্তন আইপিএসদের সেল৷ এদিন সেই বিক্ষোভস্থলে যাওয়ার কথা রয়েছে রাজ্য বিজেপি সভাপতি, প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ ও বিজেপি নেতা সায়ন্তন বসুর৷ সূত্রের খবর, লোকসভা নির্বাচনের প্রচারে এপ্রিলের শুরু থেকেই রাজ্যে আসবেন মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথ। কুড়িটিরও বেশি নির্বাচনী জনসভা করবেন তাঁরা। ইতিমধ্যে এই সভার প্রস্তাব কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠিয়েছে বঙ্গ বিজেপি।

[শুক্রবারও বৃষ্টির ভ্রুকুটি, আকাশ অংশত মেঘলা শহরে]

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ বিভিন্ন জনসভায় সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে৷ এদিন মুখ্যমন্ত্রীর সমস্ত অভিযোগ তথ্য-প্রমাণ পেশ করে ওড়ানোর চেষ্টা করেন দিলীপ ঘোষ৷ তিনি দাবি করেন, রাজ্যের একাধিক প্রকল্পে বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্র৷ একশো দিনের কাজে বরাদ্দ বেড়েছে৷ উজ্জ্বলা যোজনায় অনেকেই উপকৃত হয়েছেন৷ তবে কেন্দ্রের বরাদ্দ টাকা খরচ করতে পারেনি এরাজ্যের সরকার৷ সদ্য গেরুয়া শিবিরে যোগ দেওয়া সৌমিত্র খাঁ, খগেন মুর্মু, দুলাল বরদের নিয়ে এদিন রাজ্য দপ্তরে বৈঠকে বসেন দিলীপ ঘোষ, মুকুল রায়-সহ শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, সেখানে লোকসভার রণকৌশল আলোচনার পাশাপাশি, তৃণমূল-সহ অন্য দল ভাঙানো নিয়ে আলোচনা হয়৷

The post ‘সংসদে প্রতিনিধিত্ব করার মতো যোগ্য প্রার্থী নেই দলে’, স্বীকারোক্তি দিলীপ ঘোষের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement