shono
Advertisement

Breaking News

খোঁজ মিলল ভেঙে পড়া সুখোইয়ের ব্ল্যাক বক্সের

হতে চলেছে রহস্যের কিনারা। The post খোঁজ মিলল ভেঙে পড়া সুখোইয়ের ব্ল্যাক বক্সের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:29 PM May 29, 2017Updated: 07:59 AM May 29, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসের ২৩ তারিখ চিন সীমান্তের কাছে নিয়মিত উড়ান ভরার সময় রহস্যজনক ভাবে উধাও হয়ে যায় ভারতীয় বায়ুসেনার একটি অত্যাধুনিক সুখোই-৩০ যুদ্ধবিমান। তারপর রায় চারদিন ধরে চলা ব্যাপক তল্লাশি অভিযানের পর খোঁজ মেলে বিমানটির। যদিও চালকদের কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁদের মৃত বলেই অনুমান করছে বায়ুসেনা। তবে আদৌ এটি দুর্ঘটনা না বিমানটির ভেঙে পড়ার পেছনে রয়েছে অন্য কারণ তা জানা যায়নি। এবার সেই রহস্যের  কিনারা হতে চলেছে। রবিবার উদ্ধার করা হয়েছে বিমানটির ‘ব্ল্যাক বক্স’।  এক উদ্ধারকারী দল অসম-অরুণাচল সীমান্তে বিমানটির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করে ব্ল্যাক বক্সটি। এমনটাই জানিয়েছেন এক শীর্ষ প্রতিরক্ষা আধিকারিক।

Advertisement

[খাওয়া-দাওয়ার পর পান না হলে চলেই না এই গজরাজের!]

চলতি মাসের ২৩ তারিখ অসমে তেজপুরের বায়ুসেনা ঘাঁটি থেকে নিয়মমাফিক উড়ান ভরেছিল বিমানটি। উড়ান ভরার কিছুক্ষণ পরই সকাল প্রায় সাড়ে এগারোটা নাগাদ বিমানটির সঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। তারপরই অসম ও অরুণাচল প্রদেশ জুড়ে শুরু হয় ব্যাপক উদ্ধার অভিযান। উল্লেখ্য, ভারত-চিন সীমান্তের সুরক্ষায় তেজপুর বায়ুসেনা ঘাঁটিতে মোতায়েন রয়েছে ৩৬টি যুদ্ধবিমান। রুশ নির্মিত সুখোই-৩০ ভারতীয় বায়ুসেনার অন্যতম অত্যাধুনিক বিমান। যে কোনও আবহাওয়াতেই কার্যক্ষম এই বিমানে রয়েছে অত্যাধুনিক ‘BVR’ মিসাইল, যা দৃষ্টিসীমার বাইরে আঘাত হানতে সক্ষম। এছাড়াও শূন্যে ও শূন্য থেকে মাটিতে হামলা চালানোর জন্যও বিমানটিতে রয়েছে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র। ১৯৯০ সালে প্রথম ভারতের হাতে আসে এই বিমান। এপর্যন্ত প্রায় ছ’টি সুখোই বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। প্রসঙ্গত, মার্চ মাসের ১৫ তারিখ রাজস্থানের বারমেরে দুর্ঘটনাগ্রস্ত হয় একটি সুখোই বিমান।

[পাওয়া গেল সন্দেহজনক ব্যাগ, পাঠানকোটে জারি চূড়ান্ত সতর্কতা]

The post খোঁজ মিলল ভেঙে পড়া সুখোইয়ের ব্ল্যাক বক্সের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement