সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার অসমে ‘ব়্যাট হোল’ খনিতে জল ঢুকে পড়ায় ভিতরে আটকে পড়েছিলেন ১৮ জন শ্রমিক। ওই ঘটনায় মঙ্গলবার ৩ শ্রমিকের মৃত্যু নিশ্চিত করল পুলিশ, দমকল, রাজ্য ও কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে, তিন শ্রমিকের দেহ জলে ভাসতে দেখা গিয়েছে। এদিকে ভিতরে আটকে পড়া শ্রমিকের সংখ্যা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। একটি সূত্রে বলা হচ্ছে, ১৮ নয়, ৯ জন শ্রমিক আটকে পড়েছেন ৩০০ ফুট গভীর ব়্যাট হোল খনির ভিতরে।
অবৈধ খনির ১০০ ফুট গভীরে জল পৌঁছে গিয়েছিল। খবর পেয়ে পুলিশ ও দমকলের পাশাপাশি উদ্ধারকাজে নামে রাজ্য ও কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অনুরোধ পেয়ে খনি থেকে শ্রমিকদের উদ্ধারে সাহায্য করছে সেনা। শ্রমিকদের উদ্ধারের পর দ্রুত তাদের হাসপাতালে পৌঁছাতে প্রস্তুত রয়েছে সেনার হেলকপ্টার। জানা গিয়েছে, ক্রেন এবং দড়ির ব্যবহারে খনিতে নেমেছেন উদ্ধারকারীরা।
ব়্যাট-হোল মাইনিং এমন একটি পদ্ধতি যা সাধারণত অসম, মেঘালয় রাজ্যে কয়লা উত্তোলনের জন্য ব্যবহৃত হয়ে থাকে। কোনও যন্ত্রের সাহায্যে নয়, অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে শ্রমিকরাই গর্ত খুড়ে কয়লা উত্তোলন করেন। ২০১৪ সালে মেঘালয়ে একটি দুর্ঘটনার পর এই ব়্যাট-হোল মাইনিং নিষিদ্ধ করা হয়েছিল। তবে ২০২৩ সালের নভেম্বরে উত্তরাখণ্ডের সিলকিয়ারা টানেলে ৪১ জন শ্রমিককে উদ্ধার করতে ফের এই পদ্ধতিতেই সাফল্য আসে।